সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৮ ১৪৩১ |   ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

তারেক দেশে আরেকটি ১৫ আগস্ট ঘটাতে চান: মির্জা আজম

প্রকাশিত: ৩১ মে ২০২২ ১৮ ০৬ ০২  

তারেক-দেশে-আরেকটি-১৫-আগস্ট-ঘটাতে-চান-মির্জা-আজম

তারেক-দেশে-আরেকটি-১৫-আগস্ট-ঘটাতে-চান-মির্জা-আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, তারেক রহমান বাংলাদেশে আরেকটি ১৫ আগস্ট ঘটাতে চান। তিনি আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চান।

সোমবার বিকেলে কিশোরগঞ্জের ইটনার রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, জিয়া ক্ষমতায় এসে ১২শ’ সেনাসদস্যকে হত্যা করেছিলেন। সেই জিয়ার পুত্র তারেক আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড নিক্ষেপ করেছিলেন। তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, তাহলে আপনাকে-আমাকে হত্যা করতে তার হাত কাঁপবে না।

তিনি আরো বলেন, গত ১৪ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তা কল্পনা করার মতো না। আগে মানুষ তিনবেলা খেতে পারতো না। এই হাওরে এসে মানুষ দেখে বুঝতে পারবে যে কী পরিমাণ উন্নয়ন হয়েছে। পুরো হাওরের চিত্রই পাল্টে গেছে। হাওরে এখন হাজার হাজার পর্যটক ঘুরতে আসে।

সম্মেলনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর প্রমুখ।

ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাঈল হোসেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর