রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারেক কর্মীদের সরলতাকে কাজে লাগিয়ে ফায়দা হাসিল করতে চান: পরশ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০২  

তারেক-কর্মীদের-সরলতাকে-কাজে-লাগিয়ে-ফায়দা-হাসিল-করতে-চান-পরশ

তারেক-কর্মীদের-সরলতাকে-কাজে-লাগিয়ে-ফায়দা-হাসিল-করতে-চান-পরশ

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, মুচলেকা দিয়ে তারেক রহমান যখন বিদেশে চলে যান তখন বিএনপির আন্দোলন করা কর্মীরা প্রাপ্তবয়স্ক ছিলেন না। তারা তো তারেককে চেনেন না। তারা তারেকের অরাজকতা দেখেননি। তারেক রহমান কর্মীদের সরলতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান।

সোমবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ ফজলে শামস পরশ বলেন, তারেক রহমান লন্ডনে বসে আন্দোলনের নামে বিএনপি নেতাকর্মীদের মাঠে নামিয়ে ফায়দা নিচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে তিনি প্রতারণা করছেন। নেতাকর্মীদের বিভ্রান্ত করে ক্ষমতার লোভ দেখাচ্ছেন। তারেক রহমান ১৪ বছর ধরে বিদেশে মুচলেকা দিয়ে পালিয়ে আছেন।

যুবলীগ কর্মীদেরকে শেখ পরশ বলেন, আমাদের ধারাবাহিক সেবামূলক কাজ অব্যাহত রাখতে হবে। নিজেদের মধ্যে গ্ৰুপিং বন্ধ করতে হবে। নিজেদের মধ্যে গ্ৰুপিং করার কোনো সুযোগ নেই। আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে হবে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর