মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৯ ১৪৩১ |   ২০ রবিউল আউয়াল ১৪৪৬

টিপ কাণ্ড নিয়ে জল ঘোলা করতে চায় বিএনপি

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২ ২০ ০৮ ০২  

টিপ-কাণ্ড-নিয়ে-জল-ঘোলা-করতে-চায়-বিএনপি

টিপ-কাণ্ড-নিয়ে-জল-ঘোলা-করতে-চায়-বিএনপি

টিপ পরা নিয়ে এক নারী শিক্ষককে হেনস্তার প্রতিবাদে মুখ দেশবাসী। অথচ বিষয়টি নিয়ে গায়ে জ্বালা ধরেছে বিএনপি-জামায়াতের।

দেশবাসীর প্রতিবাদের বিরোধিতা করে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এমনকি ভিকটিমের বিপক্ষে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত তারা।

অনুসন্ধানে জানা গেছে, এ বিষয়টি নিয়ে বিএনপি-জামায়াত সমর্থিত ফেসবুক পেজ থেকে অপপ্রচার চালানো হচ্ছে।

এমন কি সরকারকে দোষারোপ করে নানা ভুলভাল তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, নাজমুল তারেক একজন গোড়া ধারণের  মানুষ, যিনি বিএনপি-জামায়াত শাসনামলে পুলিশে যোগ দিয়েছিলেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, ঐ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি ঐ শিক্ষকের জিডিরও তদন্ত চলছে। পুলিশ তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু এ বিষয়টি নিয়ে বিএনপি-জামায়াত চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে এবং  নিজেদের স্বার্থ হাসিলের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলাই তাদের অন্যতম লক্ষ্য।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যে কোনো ইস্যুতেই সরকারের উপর দোষারোপ করে আসছে শুরু থেকেই। এরা আসলে একটি নীতি-আদর্শহীন রাজনৈতিক দল। এরা দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। এটা তাদের পুরোনো অভ্যাস। যে কোনো ইস্যু সামনে এলেই সেটাকে কাজে লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি ও জামায়াত।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর