মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৮ ১৪৩১ |   ২০ রবিউল আউয়াল ১৪৪৬

টিআইবির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২ ১৬ ০৪ ০১  

টিআইবির-বিরুদ্ধে-ব্যবস্থা-নেয়া-হবে-তথ্যমন্ত্রী

টিআইবির-বিরুদ্ধে-ব্যবস্থা-নেয়া-হবে-তথ্যমন্ত্রী

করোনার ভ্যাকসিন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) উদ্দেশ্য প্রণোদিতভাবে যে মিথ্যা বক্তব্য দিয়েছে সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে টিআইবি উদ্দেশ্য প্রণোদিতভাবে যে মিথ্যা বক্তব্য দিয়েছে সেজন্য তাদের নোটিশ দেওয়া হবে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এই মিথ্যা বক্তব্যের জন্য প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে।

তিনি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ এখনো করোনা ভ্যাকসিন দিতে পারেনি। সেখানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারপরেও উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা বক্তব্য দিচ্ছে। যারা এসব বক্তব্য দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজন ব্যবস্থা নেয়া হবে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর