সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঝিলিমিলি : ভারতের এক মনোরম সৌন্দর্য

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১ ১৪ ০২ ০১  

ঝিলিমিলিভারতের-এক-মনোরম-সৌন্দর্য

ঝিলিমিলিভারতের-এক-মনোরম-সৌন্দর্য

একটি শান্ত পথ। সে পথের দুই পাশে সবুজ বন। পাখির কুহুতানে মনে হবে এ যেন এক পাখিদের নগর। প্রকৃতির রূপ ছড়িয়ে আছে বনের ভাজে ভাজে। একটি সুন্দর আনন্দদায়ক ভ্রমণ কেন্দ্রের কথা বলছি। যার নাম ঝিলমিলি। ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় ঝিলমিলি ভ্রমণকেন্দ্রটির অবস্থান।

ঝিলিমিলি এবং সুতান জঙ্গল ‘বারো মাইলের জঙ্গল’ নামেও পরিচিত। মুকুটমণিপুর থেকে ৪৫ কিলোমিটার দূরে এবং বাঁকুড়া শহর থেকে ৭০ কিলোমিটার দূরে এর অবস্থান। এখানের অরণ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে একাধিক ভিউপয়েন্ট।

বনটির শাল, মহুয়া, শিমুলের প্রানবন্ত ক্যানভাসে হাটার অনুভূতি যেন ভুলে যাওয়ার মতো নয়। এই বনপথে হেটে হেটে বেশ খুশিই হবেন আপনি। দেখা মিলবে প্রচুর প্রজাপতির। বর্ষা এখানে সজীব সবুজ পোশাকে আসে। জঙ্গলজুড়ে হাতির জন্য একটি নির্দিষ্ট রাস্তাও রয়েছে।

ঝিলিমিলি : ভারতের এক মনোরম সৌন্দর্য।

ঝিলিমিলি রেঞ্জের মধ্যে রয়েছে সুতান হ্রদ। হ্রদটি লম্বায় সাত কিলোমিটার। এ জঙ্গলটি বিভিন্ন প্রজাতির প্রাণী, ফুল এবং ঋতুকালীন পাখিতে সমৃদ্ধ। আপনার নজরে আসতে পারে নৃত্যরত ময়ূর। এটি পাহাড়ি অঞ্চলের মতো হওয়ায় কেবল পর্যটকই নয়, মোটরসাইকেল চালকরাও জঙ্গলের মধ্য দিয়ে রাস্তাটি পেরিয়ে যাওয়ার সময় সেরা দৃশ্যগুলো দেখতে পারে। একটি প্রাকৃতিক পর্যটন গন্তব্য এটি। সমস্ত রাস্তা গভীর বন এবং উপজাতি গ্রাম দ্বারা আচ্ছাদিত। দর্শনার্থীদের জন্য এটি একটি মনোমুগ্ধকর জায়গা।

ঝিলিমিলিতে থাকার জন্য রয়েছ রিমিল ইকো ট্যুরিজম সেন্টার। এই সরকারি গেস্ট হাউস প্রাইভেট ইজারা নিয়ে চলে। জায়গাটি খুব শালীন। এখানে আপনি একটি গ্রামের স্বাদ অনুভব করবেন। পাশাপাশি বেশ কয়েকটি উপজাতি গ্রামও রয়েছে। চাইলে সেগুলোও ঘুরে দেখার সুযোগ তো রয়েছেই।

ঝিলিমিলি : ভারতের এক মনোরম সৌন্দর্য।

যেভাবে পৌঁছাবেন:

আকাশ পথে
বাঁকুড়ার নিকটতম বিমানবন্দর হলো নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। সেখান থেকে আপনি বাঁকুড়াতে একটি ট্যাক্সি, বাস বা ট্রেন নিতে পারবেন। বাঁকুড়া থেকে, আপনাকে ক্যাব বা বাসে ঝিলিমিলিতে যেতে হবে।

ট্রেনে
কলকাতা থেকে বাঁকুড়ার রেলপথ ২৩৩ কিলোমিটার। কলকাতা থেকে ট্রেনগুলো নিয়মিত ভিত্তিতে বাঁকুড়ার জন্য ছেরে যায়। বাঁকুড়া থেকে, আপনাকে ক্যাব বা বাসে ঝিলিমিলিতে যেতে হবে।

সড়ক পথে
বাঁকুড়া কলকাতা এবং আশেপাশের শহরগুলো যেমন আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, পানাগড় এবং রাজ্যের অন্যান্য অঞ্চলের সঙ্গে রাস্তা দিয়ে ভালোভাবে সংযুক্ত। বাঁকুড়া থেকে, আপনাকে ক্যাব বা বাসে ঝিলিমিলিতে যেতে হবে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর