বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ |  কার্তিক ২৯ ১৪৩১ |   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জেলায় জেলায় বিএনপি ছাড়ার হিড়িক নেতাদের

প্রকাশিত: ২৮ মার্চ ২০২২ ১৫ ০৩ ০২  

জেলায়-জেলায়-বিএনপি-ছাড়ার-হিড়িক-নেতাদের

জেলায়-জেলায়-বিএনপি-ছাড়ার-হিড়িক-নেতাদের

নেতাকর্মীদের অবমূল্যায়ন, খোজঁখবর না নেয়ায় লোক চক্ষুর আড়ালে বিএনপি থেকে পদত্যাগকারী নেতাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

এমনকি অনেক নেতা রাজনীতি ছেড়ে এখন ব্যবসা-বাণিজ্যে মনোযোগী হয়েছেন বলেও জানা যাচ্ছে। কোনো ভাবেই পরিস্থিতি নিজেদের আওতায় আনতে না পারায় হতাশা ও আতঙ্ক বিরাজ করছে বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে। আর তাই ক্ষমতায় থাকার সময়ে দুর্নীতি করে যে টাকা সঞ্চয় করেছেন তা দিয়ে নতুন ব্যবসায় মন দিতে চাইছেন তারা।

স্থানীয় পর্যায়ে খোজঁ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহে বাংলাদেশ গণঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলে যোগ দিয়েছে বিএনপির শতশত নেতাকর্মী। তবে কৌশলগত কারণে এসব দলত্যাগের খবর প্রকাশ্যে আসছে না।

এছাড়া বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির রাজনীতিতে থাকায় শেষ পর্যন্ত কোনো ফলপ্রসূ ভবিষ্যৎ না দেখতে পেয়ে নেতারা রাজনীতি ছেড়ে ব্যবসা-বাণিজ্যে মন দিয়েছেন।

এদিকে, বিএনপির একাধিক নেতা আওয়ামী লীগে যোগ দিতে জোর তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে। আর এই কারণে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রের অনুমতি ছাড়া দলের স্থানীয় পর্যায়ে অন্যদল থেকে আগত কোনো নেতাকর্মীকে দলে নেয়া যাবে না। মূলত অন্যদল থেকে আওয়ামী লীগে ঢুকে তারা অরাজকতা চালাতে পারে বলেই আওয়ামী লীগ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। 

তবে আওয়ামী লীগের বিধি-নিষেধ থাকলেও বিএনপির বহুসংখ্যক নেতাকর্মী বিকল্পধারা বাংলাদেশ, জাপাসহ অন্যান্য রাজনৈতিক দলে যোগ দিয়েছে।

এ পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে, রংপুর, কুড়িগ্রাম, জামালপুর, নীলফামারী, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ১৪টি জেলার বিএনপির অনেক নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। ফলে এসব এলাকায় বিএনপিতে নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হয়েছে। 

এছাড়া সিলেট, মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেট অঞ্চল থেকেও একাধিক নেতাকর্মী অন্যান্য দলে যোগ দিয়েছেন অনেক বিএনপি নেতাকর্মী।

এ বিষয়ে রাজনৈতি বিশ্লেষকরা বলেন, দেশের মানুষ এখন অনেক সচেতন। তারা বিএনপির রাজনীতিতে আর লাভের মুখ দেখতে পাচ্ছে না। ফলে তারা অন্যদলে যোগদান কিংবা রাজনীতি ছেড়ে ব্যবসা-বাণিজ্যের দিকে মন দিচ্ছেন।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর