সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৮ ১৪৩১ |   ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয় কবি নজরুল ইসলামের জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি

প্রকাশিত: ২৪ মে ২০২২ ১৪ ০২ ০১  

জাতীয়-কবি-নজরুল-ইসলামের-জন্মদিনে-আওয়ামী-লীগের-কর্মসূচি

জাতীয়-কবি-নজরুল-ইসলামের-জন্মদিনে-আওয়ামী-লীগের-কর্মসূচি

আগামীকাল বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী। তার জন্মদিন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। 

জানা গেছে, দিবসটি উপলক্ষে সকাল ৮টায় আওয়ামী লীগের পক্ষ থেকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বাঙালির চিরায়ত মনন ও চেতনার কবি। বাংলা সাহিত্যে কাজী নজরুল পরিচিত ছিলেন প্রেম, দ্রোহ ও সাম্যের কবি হিসেবে। তার কালজয়ী লেখনিতে অন্যায়-অবিচারের বিরুদ্ধে মন্ত্র শাণিত ছিল। কুসংস্কার, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে কবি মানবতার জয়গান গেয়েছেন। ব্রিটিশ শাসকদের শোষণ, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে কলম ধরে তিনি বাঙালির জাতীয়তাবোধের জাগরণ ঘটিয়েছিলেন।

ঐ বিবৃতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে পালনের জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সব স্তরের নেতাকর্মী, সমর্থক ও অনুরাগীদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর