শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১ ১৪৩১ |   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, বিএনপি নেতা মজনু আটক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২২ ১২ ১২ ০২  

ছাত্রদল-পুলিশ-সংঘর্ষ-বিএনপি-নেতা-মজনু-আটক

ছাত্রদল-পুলিশ-সংঘর্ষ-বিএনপি-নেতা-মজনু-আটক

ছাত্রদল-পুলিশ সংঘর্ষের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

পল্টন থানার ওসি সালাহউদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানীর রূপনগর থানায় ছাত্রদলের কর্মীসভায় হামলার প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।

পুলিশ বাধা দিলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকি গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ।

পল্টন থানার ওসি সালাহউদ্দিন বলেন, ছাত্রদল কর্মীরা হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ৮-১০ জনকে আটক করা হয়েছে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অন্যান্য আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর