শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৫ ১৪৩১ |   ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রামের পর ময়মনসিংহেও ফ্লপ বিএনপি

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০২  

চট্টগ্রামের-পর-ময়মনসিংহেও-ফ্লপ-বিএনপি

চট্টগ্রামের-পর-ময়মনসিংহেও-ফ্লপ-বিএনপি

চট্টগ্রামের পর ময়মনসিংহেও বিভাগীয় সমাবেশ ডেকেছিল বিএনপি। কিন্তু সেখানেও জনসমর্থন পায়নি। উল্টো মানুষের ভোগান্তি সৃষ্টি করায় তাদের সমাবেশ আবারো ফ্লপ হয়েছে।

ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় ২৪টি সংসদীয় আসন রয়েছে। প্রতি আসন থেকে ৫ হাজার কর্মী এলেও প্রায় সোয়া এক লাখ কর্মীর সমাগম হওয়ার কথা। অথচ শনিবার ময়মনসিংহ শহরের পলিটেকনিক মাঠে দেখা গেছে- সব মিলিয়ে ১০ হাজার কর্মীও আসেনি সমাবেশে। যারা এসেছেন তাদের কর্মকাণ্ডও ছিল ঢিলেঢালাভাবে। কিছু কর্মী তো সমাবেশে এসে মাঠেই ঘুমিয়ে পড়েছেন।

নেতাকর্মীদের এ অবস্থা দেখে চিন্তায় পড়েছে বিএনপির হাইকমান্ড। দলের সিনিয়র ও দায়িত্বশীল নেতারা বলেন, চট্টগ্রামের পর ময়মনসিংহেও এমন কর্মী বিপর্যয় আমাদের ভাবিয়ে তুলেছে। এখন বাকি বিভাগগুলোতে কিভাবে আন্দোলন সফল হবে সেই দুশ্চিন্তায় পড়েছে হাইকমান্ড।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিএনপির এমন বিপর্যয়ের অন্যতম কারণ নেতৃত্বের দুর্বলতা। একদিকে খালেদা জিয়া রাজনীতিতে আগ্রহ হারিয়েছেন, অন্যদিকে তারেক রহমান লন্ডনে পালিয়ে আছেন। শীর্ষ নেতৃত্বের এমন অবস্থায় দলীয় কর্মকাণ্ডে আগ্রহ হারিয়ে ফেলেছেন কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীরা। এ কারণেই বিএনপির সমাবেশ সফল হচ্ছে না।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর