বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ |  কার্তিক ৩০ ১৪৩১ |   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

গণহত্যার স্বীকৃতি আদায়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

প্রকাশিত: ২৬ মার্চ ২০২২ ০২ ০২ ০২  

গণহত্যার-স্বীকৃতি-আদায়ে-শেখ-হাসিনার-নেতৃত্বে-ঐক্যবদ্ধ-হওয়ার-আহ্বান-ওবায়দুল-কাদেরের

গণহত্যার-স্বীকৃতি-আদায়ে-শেখ-হাসিনার-নেতৃত্বে-ঐক্যবদ্ধ-হওয়ার-আহ্বান-ওবায়দুল-কাদেরের

’৭১ এর গণহত্যার স্বীকৃতি আদায়ে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে গণহত্যার দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। 

ওবায়দুল কাদের বলেন, ’৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের বিচার কাজ বন্ধ হয়ে যায়। জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়েছিল। তারপর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই যুদ্ধাপরাধীদের বিচার করার দুঃসাহস দেখিয়েছিলেন। যিনি যুদ্ধাপরাধীদের বিচার করেছেন একমাত্র তার পক্ষেই সম্ভব, ’৭১ এর গণহত্যার বিচার আন্তর্জাতিকভাবে আদায় করে নেয়া। এছাড়া কারো পক্ষে এর বিচার আন্তর্জাতিকভাবে আদায় করা সম্ভব না। সেই দক্ষতা সেই মনোবল, সেই দুঃসাহস কেবলমাত্র বঙ্গবন্ধুকন্যার শেখ হাসিনারই রয়েছে। 

আরো পড়ুন> অচিরেই প্রধান সহযোগী সংগঠন হবে স্বেচ্ছাসেবক লীগ: আব্দুর রহমান

’৭১ এর গণহত্যার স্বীকৃতি আদায়ে শেখ হাসিনার নেতৃত্বে সকল দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

তিনি বলেন, বঙ্গবন্ধু এদেশে স্বাধীনতা এনে দিয়েছেন, আর শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। এ দেশের মানুষের কথা বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগ ছাড়া কেউ ভাবেনি। বিএনপি শুধু লুটপাট আর সন্ত্রাসী রাজনীতি করেছে। দেশের জন্য কোনো কিছু করেনি। বিএনপি দেশকে নিয়ে ভাবেনি, দেশের কোনো ক্ষেত্রে উন্নয়ন করেনি।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল হক, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বিভিন্ন নেতাকর্মী।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর