বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর ফাঁকি দিয়েছেন ড. কামাল

প্রকাশিত: ১৭ জুন ২০২২ ১৩ ০১ ০১  

কর-ফাঁকি-দিয়েছেন-ড-কামাল

কর-ফাঁকি-দিয়েছেন-ড-কামাল

বছরে কমপক্ষে ২০ গুণ কম আয়ের দেখিয়ে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে গণফোরামের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেনের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তার অপ্রদর্শিত বছরে ১৯ কোটি টাকার উৎস কি? অবশ্যই শুধু আইন ব্যবসা থেকে এটা হতে পারে না। তার আইনি প্রতিষ্ঠান কামাল অ্যান্ড অ্যাসোসিয়েটসের ব্যাংক অ্যাকাউন্টে অনেক বড় বড় অর্থ লেনদেন রয়েছে। তাহলে এ অর্থ আসলো কোথা থেকে? বিএনপির লবিং থেকে নাকি লন্ডনি জামাতা ডেভিডের জন্য দুর্নীতির প্রিন্স তারেকের মাসোয়ারা- এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন।

জানা গেছে, ২০ কোটি ১১ লাখ ৪ হাজার ২১৯ টাকা আয়কে তিনি দেখিয়েছেন মাত্র ১ কোটি ৪ লাখ ৩ হাজার ৪৯৫ টাকা! আয় অনুযায়ী তার আয়কর ৬ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৩৫১ টাকা। কিন্তু তিনি দেখিয়েছেন ৭৬ লাখ ৪১ হাজার ৫৪৮ টাকা কর।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, ড. কামাল নিজেকে এতটাই আইনের ঊর্ধ্বে মনে করেন যে, খেয়াল খুশি মতো রাষ্ট্রকে পুরো ৬ কোটি টাকা থেকে বঞ্চিত করেছেন।

তারা বলেন, ড. কামালের মতো মানুষদের চিনে রাখুন! বঙ্গবন্ধুর মৃত্যুদিন ১৫ আগস্টে জন্মদিন পালন করা খালেদা জিয়ার প্রক্সি হিসেবে তিনি কাজ করেন, বঙ্গবন্ধুকন্যার বিরুদ্ধে নির্বাচন করেন, কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা পাচার করেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। কতটুকু অসৎ, অকৃতজ্ঞ ও প্রতিহিংসা পরায়ণ হলে ড. কামাল এসব কাজ করতে পারেন তা সবাই বুঝে গেছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর