সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে: আমু

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ২৩ ১১ ০২  

আগামী-জাতীয়-সংসদ-নির্বাচন-সংবিধান-অনুযায়ী-হবে-আমু

আগামী-জাতীয়-সংসদ-নির্বাচন-সংবিধান-অনুযায়ী-হবে-আমু

আওয়ামী লীগের উপদেষ্টা ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসের আমু এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং ২০২৪ সালের জানুয়ারি মাসে যথাসময়েই হবে। আর এই নির্বাচনের আগেই দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ তৈরি করতে হবে। কারণ শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া এ দেশকে সয়ংসম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখা যাবে না।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের আশা পূরণ হয়েছে। দারিদ্র দূর হয়েছে, অর্থনৈতিক মুক্তি এসেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। বাংলার মাটিতে যুদ্ধাপরাধের বিচার করায় স্বাধীনতা সংগ্রামে শহীদ হওয়া ৩০ লাখ মানুষের আত্মা শান্তি পেয়েছে। এ কারণেই বারবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন বলেই পৃথিবীর আকাশে বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপন হয়েছে, কর্ণফুলীর তলদেশে সড়ক নির্মাণ হয়েছে, পায়রা বন্দর, মেট্রোরেল, পদ্মাসেতু নির্মাণ হয়েছে। মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি এনে বিশ্ব দরবারে বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বুধবার বিকালে ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ঝালকাঠি জেলা শাখার সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম। সভায় প্রধান আলোচক ছিলেন দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর