বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন কার্যক্রম শুরু

প্রকাশিত: ২ এপ্রিল ২০২২ ১৯ ০৭ ০২  

আওয়ামী-লীগের-সদস্য-পদ-নবায়ন-কার্যক্রম-শুরু

আওয়ামী-লীগের-সদস্য-পদ-নবায়ন-কার্যক্রম-শুরু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় সম্মেলন ঘিরে দলকে শক্তিশালী করতে প্রাথমিক সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ।

শনিবার দলটির কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে কার্যক্রমটির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্তদের মাঝে সদস্য সংগ্রহ বই বিতরণ করেন।

এ সময় দলের নিয়ম অনুযায়ী ২০ টাকার ফি জমা দিয়ে সদস্য পদ নবায়ন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহামুদ স্বপন, এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এরপর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তাদের সদস্য পদ নবায়ন করেন। একই সঙ্গে মহানগর আওয়ামী লীগের পক্ষে নবায়ন ও সদস্য সংগ্রহের বই সংগ্রহ করেন তারা।

প্রাথমিক সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহ বই বিতরণ শেষে ওবায়দুল কাদের বলেন, যেসব জেলা, উপজেলা কমিটির মেয়াদোত্তীর্ণ সেগুলো সম্মেলন করে কমিটি করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দলীয় কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে। তৃণমূল পর্যায়েও আওয়ামী লীগকে শক্তিশালী করতে এ প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন করা হচ্ছে। আওয়ামী লীগই একমাত্র দল যারা গণতন্ত্র রক্ষায় নিয়মিত কর্যক্রম করে। যত বাঁধাই বিপত্তি আসুক না কেন আওয়ামী লীগ এগিয়ে যাবে। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হতে পারে। দলের সম্মেলন ও জাতীয় নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য সারাদেশে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন করা হচ্ছে। যেসব জেলার সম্মেলন হয়েছে তাদের পূর্ণাঙ্গা কমিটির করার আহ্বান জানাই। যেসব জেলার মেয়াদোত্তীর্ণ কমিটি আছে সেসব জেলার সম্মেলন দ্রুত করার আহ্বান জানাই।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর