মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অসাম্প্রদায়িক দেশ গড়তে নতুন প্রজন্মকে সজাগ থাকতে হবে: সুজিত রায় নন্দী

প্রকাশিত: ৩০ জুলাই ২০২২ ১৭ ০৫ ০১  

অসাম্প্রদায়িক-দেশ-গড়তে-নতুন-প্রজন্মকে-সজাগ-থাকতে-হবে-সুজিত-রায়-নন্দী

অসাম্প্রদায়িক-দেশ-গড়তে-নতুন-প্রজন্মকে-সজাগ-থাকতে-হবে-সুজিত-রায়-নন্দী

অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মের বন্ধুদের সাম্প্রদায়িকতার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।  

শনিবার বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল হলে ‘সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে বন্ধুত্বের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। 

সুজিত রায় নন্দী বলেন, ধর্মের নাম ব্যবহার করে একটি চক্র আমাদের সমাজে অধর্ম ছড়িয়ে দিচ্ছে। এ চক্রের হাতে ধর্মও আজ নিরাপদ নয়। এরা ধর্মকে কলুষিত করছে। মানবতা ভূলুণ্ঠিত করছে। প্রতিটি ধর্ম মানবতার কথা বলে, শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে। বন্ধুত্বের মধ্য দিয়েই শান্তিপূর্ণ সহাবস্থান করা সম্ভব। বন্ধুত্বের শক্তি কাজে লাগিয়ে যুব-তরুণদের সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসত হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বন্ধুত্বের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

আরো পড়ুন> আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই: এনামুল হক শামীম

তিনি বলেন, সাম্প্রদায়িকতা সভ্যতার শত্রু, মানবতার শত্রু। দেশের ও জাতির শত্রু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। দেশ স্বাধীন হয়েছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হলে যেকোনো বিষয়ে সফলতা অর্জন করতে পারি। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তা প্রমাণ হয়েছে।

আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, সব ক্ষেত্রে বন্ধুত্ব গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমাদের সব ধর্মের বন্ধুদের প্রতি আহ্বান থাকবে- বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা থাকুক, প্রতিহিংসা নয়। প্রতিহিংসা সবকিছু ধ্বংস করে দেয়। সব ধর্মের বন্ধুরা একে অপরকে শ্রদ্ধা-সম্মান করবে। সম্মান করলে সম্মান বাড়বে, কমবে না। 

সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) সভাপতি রাহাত হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তৃতা করেন, সুফিবাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আল্লামা মুহিউদ্দিন খান ফারুকী, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহসভাপতি মানিক লাল ঘোষ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মো. শফিউল আলম শফিক প্রচার, বিডি সমাচারের সম্পাদক মসহিন হোসেন প্রমুখ।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর