বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অলির এলডিপি থেকে ২১৫ নেতার পদত্যাগ

প্রকাশিত: ১৩ মে ২০২২ ১৪ ০২ ০১  

অলির-এলডিপি-থেকে-২১৫-নেতার-পদত্যাগ

অলির-এলডিপি-থেকে-২১৫-নেতার-পদত্যাগ

স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ২১৫ জন নেতা। এরমধ্যে দলটির কেন্দ্রীয় সহ-সভাপতি আবু জাফর সিদ্দিকীও রয়েছেন।

এমনকি, এলডিপির যুববিষয়ক অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুব দল, ধর্মবিষয়ক সংগঠন গণতান্ত্রিক ওলামা দল ও ঢাকা মহানগর দক্ষিণের পুরো কমিটির নেতারাও পদত্যাগ করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণপদত্যাগের এ তথ্য জানানো হয়। 

নেতারা বলছেন, পদত্যাগকারীদের মধ্যে এলডিপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদের ১৭ জন রয়েছেন। তাদের মধ্যে দলের উপদেষ্টা পরিষদের সদস্য ফরিদ আমিন, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন (টিটু), সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. ইব্রাহিম রওনক, প্রচার সম্পাদক আফজাল হোসেন, যুববিষয়ক সম্পাদক শফিউল বারী, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক লস্কর হারুনুর রশিদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন মণ্ডল, সহসাংগঠনিক সম্পাদক ইমরান রয়েছে।

এলডিপির যুববিষয়ক সংগঠন গণতান্ত্রিক যুব দলের ১০১ সদস্যের কমিটির আহ্বায়ক ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্যসচিব মোহাম্মদ ফয়সালসহ ১০০ জনই পদত্যাগ করেছেন। সহযোগী সংগঠন গণতান্ত্রিক ওলামা দলের ২৫ সদস্যের কমিটির আহ্বায়ক মাওলানা বদরুদ্দোজা ও সদস্যসচিব আবদুল হাইসহ ২৩ জন পদত্যাগ করেছেন। একই সঙ্গে ৭৫ সদস্যের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এস এম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক রাশেদুল হকসহ কমিটির সব সদস্য পদত্যাগ করেছেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আবু জাফর সিদ্দিকী বলেন, এলডিপিতে গণতন্ত্রচর্চার কোনো সুযোগ নেই। সব সিদ্ধান্ত অলি আহমদ একাই নেন। তাছাড়া এলডিপি ২০ দলীয় জোটে থাকলেও দলের রাজনৈতিক চিন্তা স্পষ্ট নয়। অলি আহমদ এলডিপিকে একটি রহস্যজনক রাজনৈতিক দল হিসেবে ব্যবহার করছেন। এর ফলে বাধ্য হয়েই আমরা পদত্যাগ করেছি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর