বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজনীতিই বিএনপির কৌশল

প্রকাশিত: ১৯ মার্চ ২০২২ ১৭ ০৫ ০২  

অপরাজনীতিই-বিএনপির-কৌশল

অপরাজনীতিই-বিএনপির-কৌশল

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার যখন একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে তখন বিএনপি নেতারা জনগণকে ভুলভাল নানা তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন।

বিশিষ্টজনদের মতে, অপরাজনীতিই বিএনপির একমাত্র কৌশল। জনগণকে বিভ্রান্ত করার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলরা বরাবরই অপরাজনীতি করেন।

বিশিষ্টজনরা বলেন- ক্ষমতায় থাকতে জনগণকে কিছুই দিতে পারেনি বিএনপি। দুর্নীতি করে হয়েছে চ্যাম্পিয়ন। এখন চালিয়ে যাচ্ছে অপপ্রচার।

এদিকে ভোজ্য তেল, চিনি, ছোলাসহ কয়েকটি পণ্যে সরকারের শুল্ক কমানোর ঘোষণা এবং নিয়মিত ভোক্তা অধিদফতরের অভিযানে দাম কমতে শুরু করেছে। বাজারে কমতে শুরু করেছে, পেঁয়াজ ও খোলা ভোজ্য তেলের দাম।

সংকট দেখিয়ে এতদিন ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করলেও এখন গায়ের দামে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বাড়ায় এসব পণ্যের দাম কমে আসছে। ঢাকার বাজারে খুচরা পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে।

চট্টগ্রামের পাইকারি বাজারে পাম ওয়েল ও সয়াবিন তেলের দামও কমেছে। তবুও বিএনপি নেতারা দ্রব্যমূল্য নিয়ে অপপ্রচার করছেন। তাদের এই অপপ্রচারকে নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তারা বলছেন, মানুষকে অতীতে কিছু দিতে পারেনি বিএনপি। তারা দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন হয়েছিল, হাওয়া ভবন বানিয়ে দেশে সমান্তরাল সরকার তৈরি করেছিল। সব ব্যবসার ওপর টোল বসিয়েছিল। এসবের বাইরে কিছু দিতে পারেনি বিএনপি। জনগণের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ সরকারের আন্তরিকতা দেখে তাদের গায়ে জ্বালা ধরে। তাই এমন অপপ্রচার করে যাচ্ছেন দলটির নেতারা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর