মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অনলাইন ভিসা সার্ভিস চালু ভারতীয় হাইকমিশনের

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২০ ১৯ ০৭ ০২  

অনলাইন-ভিসা-সার্ভিস-চালু-ভারতীয়-হাইকমিশনের

অনলাইন-ভিসা-সার্ভিস-চালু-ভারতীয়-হাইকমিশনের

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করছে ভারতীয় হাইকমিশন।

শুক্রবার ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এই তথ্য জানানো হয়।

মূলত শুরুতে নয়টি ক্যাটাগরির জন্য এই অনলাইন ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে হাইকমিশন। তবে এখনই দেয়া হচ্ছে না পর্যটন ভিসা।

বার্তায় বলা হয়, ঢাকার ভারতীয় হাইকমিশন আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করা হয়েছে। আপাতত মেডিকেল, ব্যবসা, কর্মসংস্থান, সাধারণ প্রবেশ (এন্ট্রি), সাংবাদিক, কূটনীতিক, অফিশিয়াল, জাতিসংঘ অফিশিয়াল এবং জাতিসংঘ কূটনীতিক এইসব ক্যাটাগরির জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করা হয়েছে।

এই নয় ক্যাটাগরি ব্যতীত অন্যান্য ক্যাটাগরির জন্য অনলাইন ভিসা সার্ভিস খুব শিগগির চালু করা হবে বলে বার্তায় আভাস দেয় ভারতীয় হাইকমিশন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর