সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসা দেবে ভারত

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১ ১৯ ০৭ ০১  

১৫-অক্টোবর-থেকে-ট্যুরিস্ট-ভিসা-দেবে-ভারত

১৫-অক্টোবর-থেকে-ট্যুরিস্ট-ভিসা-দেবে-ভারত

করোনাভাইরাসের ধাক্কা সামলে ট্যুরিস্ট (পর্যটন) ভিসা চালু করছে ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে বিদেশি নাগরিকরা দেশটির ট্যুরিস্ট (পর্যটন) ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুরুতে শুধু মাত্র চ্যাটার্ড ফ্লাইটের যাত্রীদের ভিসা দেওয়া হবে। তবে ১৫ নভেম্বর থেকে সব বণিজ্যিক ফ্লাইটের যাত্রীরা ভিসা পাবেন।

এর আগে দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনো ভিসার ফি দিতে হবে না।

বিশ্বের অনেক দেশের ন্যায় করোনায় নাজেহাল ভারত। তবে ধীরে ধীরে পরিস্থিতির অনেকটাই উন্নতির দিকে। দেশের অর্থনীতির চাকা সচল করতে বিশ্ব পর্যটকদের এমনই চমক দিলেন দেশটির অর্থমন্ত্রী।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর