বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ |  কার্তিক ৩০ ১৪৩১ |   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৎ ও নিষ্ঠাবান রাজনীতিক সহকারী অধ্যাপক একলাছুর রহমান একলাছ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪ ১২ ১২ ৩৩  

সহকারী অধ্যাপক একলাছুর রহমান একলাছ একজন সৎ, আদর্শবান ও নীতিবান রাজনীতিবিদ। তিনি নিজের জীবনের প্রতিটি মুহূর্তে লোভ-লালসার ঊর্ধ্বে থেকে নীতি-নৈতিকতার আলোকে মানুষের কল্যাণে কাজ করেছেন। দায়িত্বশীলতার সঙ্গে তার ওপর অর্পিত সব দায়িত্ব পালন করেছেন এবং তার মধ্যে কখনো অহংকারবোধ বা ক্ষমতার অপব্যবহার লক্ষ্য করা যায়নি। বন্ধুবৎসল ও অতিথিপরায়ণ মানুষ হিসেবে তিনি সমাজে অনন্য নজির স্থাপন করেছেন, যা আজকের সমাজে খুবই বিরল।

 

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সবসময় সামনের সারিতে ছিলেন এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য নিরলসভাবে কাজ করেছেন। তার নেতৃত্বে জনগণের জন্য যে সংগ্রাম তিনি চালিয়ে গেছেন, তা নিঃসন্দেহে এক অনুপ্রেরণার নাম। তিনি বিএনপি-এর বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দলের যে কোনো সংকটে দৃঢ় অবস্থান নিয়েছেন।

 

অধ্যাপক একলাছুর রহমান একলাছের শিক্ষা জীবনও ছিলো অত্যন্ত মেধাবী। তিনি বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন গণিতে, যা তাকে একজন জ্ঞানী ও মেধাবী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার শিক্ষাজীবন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে সম্পন্ন হয়, যেখানে তিনি ১৯৯৫ সালে অনার্স এবং ১৯৯৬ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন।

 

গ্রাম: গোবিন্দ রায় দেবোত্তর, ডাক: মহিপুর বাজার, ৭নং ইদিলপুর ইউনিয়ন, উপজেলা: সাদুল্লাপুর, জেলা: গাইবান্ধা।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর