শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১ ১৪৩১ |   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপি-জামায়াতের কাজ: নাছিম

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ২১ ০৯ ০২  

সাংবিধানিক-প্রতিষ্ঠানকে-প্রশ্নবিদ্ধ-করাই-বিএনপি-জামায়াতের-কাজ-নাছিম

সাংবিধানিক-প্রতিষ্ঠানকে-প্রশ্নবিদ্ধ-করাই-বিএনপি-জামায়াতের-কাজ-নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াতের কাজই সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা। তারা চায় না উন্নয়নের ধারাবাহিকতা থাকুক। তাই সব কাজের বিরোধিতা করে। রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি থেকে নাম নিয়ে যে নির্বাচন কমিশন গঠন হবে সেটাকে স্বাগত জানাবে আওয়ামী লীগ।

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময়ের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। 

নির্বাচন কমিশনের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যেটি প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন। আর নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচন কমিশন। সুতরাং নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা ও শ্রদ্ধা থাকতে হবে। গণতন্ত্র বিপন্ন হোক এটা মির্জা ফখরুলরা সবসময় চায়। তারা গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক তা চায় না। নেতিবাচক কথা ধারাবাহিকভাবে তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

নাছিম বলেন, সজীব ওয়াজেদ জয় যে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন, তারই সুফল হিসেবে আমরা তৃণমূল পর্যায়ে ভার্চুয়ালি যোগাযোগ করবো। পিরোজপুর ও বরগুনায় ৭ মার্চের আগে জেলায় গিয়ে বর্ধিত সভা করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূলকে শক্তিশালীকে করে বিএনপি জামায়াত যে অপরাজনীতি সৃষ্টি করেছে, দেশবাসীকে একত্রিত করে এর জবাব দেবে আওয়ামী লীগ। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী চিনু, আনিসুর রহমান।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর