শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১ ১৪৩১ |   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বিভ্রান্ত বিএনপি

প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ১০ ১০ ০২  

রাশিয়া-ইউক্রেন-ইস্যুতে-বিভ্রান্ত-বিএনপি

রাশিয়া-ইউক্রেন-ইস্যুতে-বিভ্রান্ত-বিএনপি

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বিভ্রান্ত হয়ে পড়েছে বিএনপি। এ বিষয়ে তাদের দলীয়ভাবে অবস্থান কী, তা নিয়েও রয়েছে অস্পষ্টতা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি সব সময় সমন্বয়হীনতা ও দ্বিধাদ্বন্দ্বে ভোগে। যেকোনো ইস্যুতে তারা সিদ্ধন্তহীনতায় ভোগে। তারা কোন পক্ষে যাবে, কী সিদ্ধান্ত নেবে- এ নিয়ে তাদের মধ্যে নানা রকম ঝামেলা তৈরি হয়। আর এটি দলের চিন্তা-চেতনার সমন্বয়হীনতাকে উন্মোচিত করে। 

সাম্প্রতিক সময়ে রাশিয়া ইস্যুতে একই ঘটনা ঘটেছে। রাশিয়া ইস্যুতে বিএনপির অবস্থান কী- এ নিয়ে যেমন অস্পষ্টতা রয়েছে, তেমনি নেতারা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করে ফেলছেন। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির দেউলিয়াত্বের বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাশিয়ায় যখন ইউক্রেন আক্রমণ করে তখনও বিএনপির দুইজন নেতা এ আক্রমণের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় রাশিয়ার পক্ষে চীন, পাকিস্তান অবস্থান নেয়, তখন বিএনপির কেন্দ্রীয় নেতারা চুপসে যান। 

আরো পড়ুন>>> জনবিচ্ছিন্নতার কারণে বিএনপি তাদের ভুল বুঝতে পারছে না: জাফরুল্লাহ

রাশিয়ার আগ্রাসনের পরপরই বিএনপি দুই নেতার এ আগ্রাসনের নিন্দা জানানোর ঘটনাকে বিএনপি নেতারা বলছেন, তাদের ব্যক্তিগত মতামত। বিএনপির কোনো আনুষ্ঠানিক অবস্থান নয়।

তারা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। কিন্তু রাশিয়া ইস্যুতে তিনি কুলুপ এঁটেছেন। কোনো বক্তব্য রাখছেন না। একই রকম অবস্থা অন্যদের ক্ষেত্রেও। বিএনপি প্রথমে ভেবেছিল যে, রাশিয়া ইস্যুতে তারা সরকারের বিরুদ্ধে অবস্থানে যাবে এবং তাদের ভাষায় আগ্রাসনের বিরোধিতা করবে। এরকম একটি প্রস্তুতি বিএনপির মধ্যে ছিল এবং বিএনপি নেতা রুহুল কবির রিজভী একটি বক্তৃতায় এ রকম একটি ইঙ্গিতও দিয়েছিলেন।

কিন্তু যখন দেখা গেল যে, যুদ্ধের আগে আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়া সফর করলেন এবং রাশিয়াকে সমর্থন জানালেন তখন বিএনপি বিভ্রান্ত হল। একইভাবে চীন যখন রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে তখন বিএনপির মধ্যে বিভ্রান্তি আরো বাড়ল। বিএনপির নেতারা চিন্তা করছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করতে গিয়ে তারা চীন এবং পাকিস্তানকে নাখোশ করছেন কি-না? 
 
উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেনে আক্রমণ পরপরই বিএনপির দুই নেতা গয়েশ্বর চন্দ্র রায় এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী এ হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছিলেন। এর রেশ কাটতে না কাটতেই রাশিয়ায় বাংলাদেশের একজন নাবিকের মৃত্যু হয়। এ মৃত্যুর পর বিএনপি নেতারা আবার রাশিয়া ইস্যুতে সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ তুলে বিবৃতি দিয়েছেন। কিন্তু রাশিয়া ইস্যুতে বিএনপির বক্তব্য কী বা এ নিয়ে তাদের অবস্থান কি এই নিয়ে বিএনপির কোনো নেতাই মুখ খুলতে রাজি নন।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর