শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৬ ১৪৩১ |   ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বই পড়ার বিকল্প নেই: আবদুস সবুর 

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০১  

মুক্তিযুদ্ধের-সঠিক-ইতিহাস-জানতে-বই-পড়ার-বিকল্প-নেই-আবদুস-সবুর 

মুক্তিযুদ্ধের-সঠিক-ইতিহাস-জানতে-বই-পড়ার-বিকল্প-নেই-আবদুস-সবুর 

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস-ঐতিহ্য জানতে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পড়ার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র ফিয়েক্সা কক্ষে ‘একাত্তরে রুয়েট: মুক্তিযুদ্ধ ও শহীদ মুক্তিযোদ্ধা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুস সবুর বলেন, স্বাধীনতা লাভের পর পঞ্চাশ বছর আমরা অতিক্রম করেছি। যারা ঐ সময়ে মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেছেন তারাই মুক্তিযুদ্ধের প্রকৃত সাক্ষী। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য এ বিষয়ে বই পড়তে হবে।

বইটির লেখক বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোরের পুরকৌশল বিভাগের প্রধান ড. ইঞ্জিনিয়ার রশিদুল হাসান।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. হুমায়ুন কবির, আইইবি’র কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট খন্দকার মঞ্জুর মোর্শেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতীক কুমার ঘোষ প্রমুখ।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর