শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১ ১৪৩১ |   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিথ্যাচারকেই শেষ আশ্রয়স্থল মনে করছে বিএনপি

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩ ০১ ০২  

মিথ্যাচারকেই-শেষ-আশ্রয়স্থল-মনে-করছে-বিএনপি

মিথ্যাচারকেই-শেষ-আশ্রয়স্থল-মনে-করছে-বিএনপি

একাধিকবার সরকার পরিচালনার দায়িত্ব পেয়েও দেশের উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে বিএনপি। অন্যদিকে দেশের জনগণের আস্থা ও উন্নয়ন কর্মকাণ্ডের ফলে টানা তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে আওয়ামী লীগ। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এ দুর্দশায় বর্তমান সরকারকে বিতর্কিত করতে গল্প-গুজব আর মিথ্যাচারকেই একমাত্র ভরসা মনে করছেন দলের নেতারা।

আরো পড়ুন>>> মেসেঞ্জারে ‘একগুচ্ছ’ নতুন ফিচার

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপি মধ্যে এখন রাজনৈতিক কর্মচাঞ্চল্য নেই। কেন্দ্রীয় নেতারা নয়াপল্টন ও জাতীয় প্রেসক্লাবে বসে দেশবাসীকে আষাঢ়ে গল্প শোনান। অবান্তর-অবাস্তব মিথ্যাচার বিএনপির তৃণমূল নেতাদের মধ্যে বিষাদ সৃষ্টি করেছে। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের প্রতি তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রের সব নেতাই ত্যক্ত-বিরক্ত। এছাড়া গল্প-গুজব শুনতে শুনতে নেতাকর্মীদের মাঝে হতাশা কাজ করছে। এমনকি কেন্দ্রীয় নেতাদের গ্রহণযোগ্যতা তৃণমূলে কমে যাচ্ছে।

বিএনপি নেতাদের গুজব ও মিথ্যাচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সদ্য বিএনপি ত্যাগকারী একজন সিনিয়র নেতা বলেন, ১৪ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির হাতে কোনো ইস্যু নেই। রাজপথেও তাদের দেখা মেলে না। দলটির কার্যক্রম নয়াপল্টন ও জাতীয় প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ে সীমাবদ্ধ। এর ফলে দলটির রাজনীতিতে আলস্য ও স্থবিরতা ভর করেছে। রাজনীতি নিয়ে তাই দলটির নেতারা বানিয়ে বানিয়ে মিথ্যাচার করছেন, আষাঢ়ে গল্প বলছেন।

তিনি আরো বলেন, বিএনপি নেতা রিজভী আহমেদ গল্প ও গুজবের এক কারখানা। পান থেকে চুন খসলেই সরকার কিংবা নিজের দলের নেতাদের দোষারোপ করেন। ইনিয়ে-বিনিয়ে গল্প বানিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ করতে ছাড়েন না তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও কম যান না। তিনি সর্বশেষ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়ান। প্রথমে খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ বলে জানান, আবার রহস্যজনক কারণে খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে গুজব ছড়ান। খালেদা জিয়াকে বিষপান পান করানোর মতো ভয়ংকর একটি গুজব ছড়ানোর পর বিতর্কের মুখে পড়েন মির্জা ফখরুল।

আরো পড়ুন>>> বিএনপির স্থায়ী কমিটি ভাঙতে নতুন ষড়যন্ত্রে জামায়াত

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সব সংকট কাটিয়ে দেশ উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। পদ্মাসেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও বঙ্গবন্ধু টানেলের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এ উন্নয়ন দেখে বিএনপি ঈর্ষান্বিত, যা তারা কখনোই কল্পনা করতে পারেনি। 

তারা আরো বলেন, বিএনপি ক্ষমতার লোভ সামলাতে না পেরে গল্প-গুজব ছড়িয়ে সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ দলের জনসম্পৃক্ত কোনো ইস্যু না পেয়ে গল্প-গুজবকে একমাত্র ভরসা হিসেবে বেছে নিয়েছে। বিএনপি নেতাদের এমন কর্মকাণ্ড কেবল দেউলিয়া রাজনীতিরই বহিঃপ্রকাশ।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর