বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ |  কার্তিক ৩০ ১৪৩১ |   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপির সমর্থনে বাম জোটের হরতালে সাড়া দেয়নি জনগণ

প্রকাশিত: ৩০ মার্চ ২০২২ ১৮ ০৬ ০২  

বিএনপির-সমর্থনে-বাম-জোটের-হরতালে-সাড়া-দেয়নি-জনগণ

বিএনপির-সমর্থনে-বাম-জোটের-হরতালে-সাড়া-দেয়নি-জনগণ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ন্যায্য মূল্য দাবির নামে বিএনপি-জামায়াতের ইন্ধনে বাম জোটের হরতাল প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ।

সোমবার ৮টি বামপন্থী রাজনৈতিক দলের জোট এলডিএ সকাল ৬টা থেকে এই হরতাল শুরু করে। যে হরতাল দুপুর ১২টায় শেষ হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির সমর্থনে বাম জোটের ডাকা হরতালে কোনো প্রভাব পড়েনি জনজীবনে। রাস্তায় যথারীতি সাধারণ জনগণের ভিড় লক্ষ্য করা যায়। মানুষ প্রতিদিনের মতোই তাদের স্বাভাবিক কাজ অব্যাহত রাখে।

তথ্যসূত্র বলছে, বিগত ১৪ বছর যাবৎ ব্যাকফুটে বিএনপি। এমন অবস্থার পেছনে দলের ভঙ্গুর সাংগঠনিক অবস্থা, বিভক্তি, রাজপথভীতি, রাজনৈতিক অনাস্থাকে দায়ী করছেন রাজনৈতিক বিজ্ঞজনরা।

তারা বলছেন, হতাশা থেকে দলের অভ্যন্তরে অবিশ্বাসের জন্ম হয়েছে। যে কারণে দলটি এ ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এখন তাদের সমর্থন থাকা হরতালও মানুষ মানতে চায় না।

এমনকি অদূর ভবিষ্যতেও তাদের ঘোষিত কোনো কর্মসূচিতে জনগণ আর সাড়া দেবে না। এর প্রমাণ ২৮ মার্চের বিএনপির সমর্থনে ডাকা বামদের হরতাল।

এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, দেশের মানুষ এখন আর আগের অবস্থানে নেই। তারা শান্তি চায়। হরতাল তাদের শান্তি দিতে পারবে না। এটা জনগণ বুঝে। এর ফলে দীর্ঘদিন পরে বিএনপির সমর্থনে ডাকা হরতালও মুখ থুবড়ে পড়েছে।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর