বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপেই পদ্মাসেতু হয়েছে: ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রকাশিত: ২৫ জুন ২০২২ ১৬ ০৪ ০২  

প্রধানমন্ত্রীর-সাহসী-পদক্ষেপেই-পদ্মাসেতু-হয়েছে-ইঞ্জিনিয়ার-মোশাররফ

প্রধানমন্ত্রীর-সাহসী-পদক্ষেপেই-পদ্মাসেতু-হয়েছে-ইঞ্জিনিয়ার-মোশাররফ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণেই স্বপ্নের পদ্মাসেতু আজ বাস্তবায়িত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি বলেন, নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করার কারণে বিশ্বের সমস্ত রাষ্ট্রনায়ক বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে। এ সেতু নির্মাণের ফলে আওয়ামী লীগের ওপর মানুষের আস্থা বেড়ে গেছে। বিশ্ববাসীও জেনেছে আমরা পারি। বিশ্ব ব্যাংক যে দুর্নীতির অভিযোগ তুলেছে তা মিথ্যা প্রমাণিত হয়েছে।

শনিবার পদ্মাসেতুর বাস্তবায়ন ও উদ্বোধন উপলক্ষে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন এ প্রবীণ রাজনীতিবিদ।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে পদ্মাসেতু নির্মাণ বাংলাদেশের একটি বিশাল অর্জন। আওয়ামী লীগ সরকার যে পারে এটা এখন দেশের মানুষ জেনে গেছে। এ বিশাল অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, দক্ষিণবঙ্গে যারা বসবাস করেন তারা সহজেই যাতায়াত করবেন। এর মাধ্যমে দেশের জিডিপি বেড়ে যাবে। যার সুফল সারাদেশবাসী ভোগ করবে। যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছে, সেই দলটি আজ তারই কন্যার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর