বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ |  কার্তিক ৩০ ১৪৩১ |   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুনর্গঠনের নামে নতুন নেতৃত্ব সৃষ্টির পায়তারা বিএনপির

প্রকাশিত: ৩১ মার্চ ২০২২ ১০ ১০ ০২  

পুনর্গঠনের-নামে-নতুন-নেতৃত্ব-সৃষ্টির-পায়তারা-বিএনপির

পুনর্গঠনের-নামে-নতুন-নেতৃত্ব-সৃষ্টির-পায়তারা-বিএনপির

তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠনের নামে নতুন নেতৃত্ব সৃষ্টির পায়তারা করছেন দলের নীতিনির্ধারকরা। 

এর অংশ হিসেবে সারাদেশের কমিটি ভেঙে দিচ্ছে বিএনপি। কিন্তু দলের এমন তৎপরতায় একমত হতে পারছেন না নেতারা। 

কেননা এ পর্যন্ত যেসব কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি দেওয়া হয়েছে, সেগুলোর সবকটিতেই নানা অভিযোগ করেছে তৃণমূল নেতারা। বিশেষত তারা বলছেন, কাউকে না জানিয়ে গুটি কয়েক নেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। ফলে বাদ পড়ছেন ত্যাগী নেতারা।

এমন অভিযোগ করে এরইমধ্যে সারাদেশে একাধিক নেতা পদত্যাগ করেছেন। যদিও সেদিকে ভ্রূক্ষেপ করছে না কেন্দ্রীয় নেতারা। 

আরো পড়ুন>>> জাতীয় সরকারের নামে বিএনপির টালবাহানা

নেতারা বলছেন, কেন্দ্রীয় নেতারা তাদের মতো করে তারেক রহমানের নির্দেশনা মোতাবেক মাঠ বিশ্লেষণ না করেই সুযোগসন্ধানী ও অযোগ্য নেতাদের পদ দিয়ে কমিটি তৈরি করছেন বলে ক্ষোভ প্রকাশ করছেন ত্যাগী অনেক নেতা।

এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন পদবঞ্চিত নেতা বলেন, সব হঠকারী সিদ্ধান্ত নিয়ে কাজ করছে দলের হাইকমান্ড। দলকে চাঙ্গা করার নামের যে প্রক্রিয়ায় এগোচ্ছে, তা দলের ক্ষতি ছাড়া ভালো কিছু বয়ে আনবে না। 

মূলত দল একটি সিন্ডিকেটে পরিণত হয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে দলকে ঐ সিন্ডিকেট গ্রাস করে ফেলেছে। যেখানে প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তারেক রহমান। দেশের বাইরে থেকে মনগড়া সিদ্ধান্ত দিয়ে তিনি খালাস, কিন্তু মাঠ পর্যায়ের হিসাব-নিকাশ সম্বন্ধে তিনি কিছুই জানেন না। এভাবে একটি দল কেন, একটি ছোট সংগঠনও চলতে পারে না

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর