সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে টেনে তুলেছেন প্রধানমন্ত্রী: মির্জা আজম

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০২  

পিছিয়ে-পড়া-ক্রীড়াঙ্গনকে-টেনে-তুলেছেন-প্রধানমন্ত্রী-মির্জা-আজম

পিছিয়ে-পড়া-ক্রীড়াঙ্গনকে-টেনে-তুলেছেন-প্রধানমন্ত্রী-মির্জা-আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তারই বাস্তবায়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু বঙ্গবন্ধুই নন তার পুরো পরিবার ক্রীড়াঙ্গনকে ভালোবাসতেন।

শনিবার বিকেলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত হাডুডু’র ফাইনাল খেলা শেষে এ কথা বলেন তিনি।

মির্জা আজম বলেন, শেখ কামাল ও শেখ জামাল ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জল নক্ষত্র। ৭৫ এর ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী বিশ্বাসঘাতকদের বুলেটের আঘাতে যদি তারা শহিদ না হতেন, তাহলে বহু আগেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হতো।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে টেনে তুলেছেন। আজ পুরো বিশ্বের কাছে পরিচিত বাংলাদেশের ক্রিকেট দল, ছেলেদের পাশাপাশি এদেশের মেয়েরা ফুটবলে অসামান্য অবদান রাখছে। সর্বশেষ বাংলাদেশের মেয়েরা সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা শিপন।

ফাইনালে রেনাসা ক্লাবকে ১৮-৪০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জামালপুর রিক্রিয়েশন ক্লাব। পরে দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর