মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পদ্মাসেতু দক্ষিণাঞ্চলের মানুষের কাছে বাড়তি আনন্দ: শাজাহান খান

প্রকাশিত: ১০ জুলাই ২০২২ ১৭ ০৫ ০১  

পদ্মাসেতু-দক্ষিণাঞ্চলের-মানুষের-কাছে-বাড়তি-আনন্দ-শাজাহান-খান

পদ্মাসেতু-দক্ষিণাঞ্চলের-মানুষের-কাছে-বাড়তি-আনন্দ-শাজাহান-খান

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, পদ্মাসেতু পাড়ি দিয়ে ঈদের নামাজ আদায় করতে পারায় দক্ষিণাঞ্চলের মানুষের কাছে যোগ হয়েছে বাড়তি আনন্দ।

রোববার সকালে মাদারীপুর শহরের পৌর ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন।

পদ্মাসেতু চালুতে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হয়েছে উল্লেখ করে শাজাহান খান বলেন, ফেরিঘাটে দীর্ঘ ভোগান্তির কারণেই বিগত ঈদে সময়মতো বাড়ি ফিরতে না পারায় আনন্দ মাটি হয়ে যেত। পদ্মাসেতু উদ্বোধনের পর প্রথম ঈদে সবাই এক সাথে ঈদের নামাজ পড়তে পারাটা বাড়তি আনন্দ। 

তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগের মাস। সেই ত্যাগ স্বীকার করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর