শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১ ১৪৩১ |   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারেকের দেশে ফেরা নিয়ে বিভক্ত বিএনপি

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২২ ১৩ ০১ ০২  

তারেকের-দেশে-ফেরা-নিয়ে-বিভক্ত-বিএনপি

তারেকের-দেশে-ফেরা-নিয়ে-বিভক্ত-বিএনপি

অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখতে দেশে আসতে চেয়েছেন লন্ডনে পলাতক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তার দেশে ফেরা নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বিভক্ত হয়ে পড়েছেন। দলের একটি অংশ তারেকের দেশে ফেরার পক্ষে থাকলেও অপর পক্ষ বাধা প্রদান করছে।

আরো পড়ুন>>> ‘মারা গেছেন’ পর্ন তারকা মিয়া খলিফা

বিএনপির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দলের অভ্যন্তরে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের হাত থেকে বিএনপিকে রক্ষা করতে হলে তারেক রহমানের দেশে আসা প্রয়োজন। তারেক দেশে আসলে অবহেলিত নেতারা রাজনীতিতে চাঙ্গা হবেন। তবে তিনি দেশে আসলে বিএনপিতে থাকা বিভক্তি প্রকাশ পাবে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অনুসারীরা বলেন, তারেক রহমান দেশে আসলেই বিএনপি চাঙ্গা হবে। বিএনপি একটি ষড়যন্ত্রকারীর দলে পরিণত হয়েছে। দলের অভ্যন্তরে থেকেই তারেক রহমানকে দেশে আসতে বাধা দেওয়া হচ্ছে।

তারা আরো বলেন, আমরা এক যুগেও আন্দোলনের জন্য জনসম্পৃক্ত ইস্যু পাইনি। অনেক কিছুই করতে চেয়েছি, কিন্তু পারিনি। দেশে এত আন্দোলন করলাম, কিছুই হয়নি। কারণ আমাদের নেতা বিদেশে। দূর দেশ থেকে নির্দেশনা দিলে জনগণ কী আর তা মানবে? আমাদের নেতা তারেক রহমানও দেশে আসতে চান। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী নেতা তাকে দেশে আসতে বাধা দিচ্ছেন। ফলে বিএনপি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে।

এদিকে রিজভীপন্থীদের অভিযোগ অস্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক দলের স্থায়ী কমিটির এক নেতা বলেন, রিজভীর কথাবার্তা বাস্তবতা বর্জিত। আবেগ দিয়ে কিন্তু রাজনীতি হয় না।

আরে পড়ুন>>> জাপানি হান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

তিনি আরো বলেন, তারেক সাহেব সাজাপ্রাপ্ত আসামি। তিনি দেশে আসলে গ্রেফতার হবেন। এতে বিএনপি আরো দুর্বল হয়ে পড়বে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দেশে আসলে অবশ্যই গ্রেফতার হবেন। আর তারেকের দেশে ফেরা নিয়ে বিএনপি নেতাকর্মীদের বিভাজন অনেক পুরোনো। বিএনপি এখন একটি ভঙ্গুর দলে পরিণত হয়েছে। কেউ কারো কথা শোনেন না। এতে বিএনপিতে বিভাজন আরো বাড়বে।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর