সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকার কোন গন্তব্যে কত ভাড়া

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১ ১৩ ০১ ০২  

ঢাকার-কোন-গন্তব্যে-কত-ভাড়া

ঢাকার-কোন-গন্তব্যে-কত-ভাড়া

নতুন বাস ভাড়ার তালিকা ২০২১ প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। ৯ নভেম্বর থেকে এই নির্ধারিত ভাড়া কার্যকর করা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলের বাস ভাড়ার চার্ট দেখে নিন-

* উত্তরা থেকে কাওরান বাজার এখন ভাড়া দিতে হবে ৩৮ টাকা, আগে ছিল ২৯ টাকা।

* মতিঝিল থেকে উত্তরা এখন ভাড়া গুনতে হবে ৪৬ টাকা, আগে ছিল ৩৭ টাকা।

* শাহবাগ থেকে কলাবাগান কিংবা শাহবাগ থেকে মৎস্য ভবন কিংবা প্রেসক্লাব পর্যন্ত যেতে ভাড়া গুনতে হবে ১০ টাকা, আগে ছিল সর্বনিম্ন ভাড়া ৭ টাকা।

* সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাসে উত্তরা যেতে গুনতে হবে ৩৯ টাকার বদলে ৪৮ টাকা।

* কমলাপুর থেকে মহাখালী যেতে ১৭ টাকার বদলে লাগবে ২১ টাকা।

* গুলিস্তান থেকে কাচপুর সেতু পর্যন্ত যাওয়ার ভাড়া এখন ২৮ টাকা, আগে ছিল ২২ টাকা।

* গুলিস্তান থেকে মহাখালী যাওয়ার নতুন ভাড়া ১৫ টাকা, আগে ছিল ১০ টাকা।

* রামপুরা থেকে মালিবাগ যেতে আগে দিতে হতো ৭ টাকা, এখন লাগবে ১০ টাকা।

* মিরপুর ১০ নম্বর থেকে যাত্রাবাড়ী যেতে লাগবে ৪৮ টাকা, যা আগে ছিল ৩৮ টাকা।

* ফার্মগেট থেকে ক্যান্টনমেন্ট বালুরঘাট এলাকায় যেতে এখন লাগবে ১৫ টাকা জনপ্রতি, যা আগে ছিল ১২ টাকা।

* নীলক্ষেত নিউমার্কেট থেকে মিরপুর ১০ নম্বর যেতে চাইলে এখন গুনতে হবে ২৫ টাকা, আগে ছিল ১৯ টাকা।

* মিরপুর ১ নম্বর থেকে প্রেসক্লাব যেতে এখন গুনতে হবে ২৩ টাকা, যা আগে ছিল ১৯ টাকা।

* মিরপুর কালশী কিংবা পল্লবী এলাকা থেকে প্রেসক্লাব যেতে ভাড়া পড়বে ৩৮ টাকা, পূর্বে ভাড়া ছিল ৩২ টাকা।

* উত্তরা থেকে মিরপুর ১ নম্বর এখন জনপ্রতি ৪০ টাকা, আগে ছিল ৩২ টাকা। 

* উত্তরা থেকে মহাখালী যেতে এখন ভাড়া লাগবে ২৫ টাকা, আগে এই রুটে ভাড়া ছিল ১৮ টাকা। 

* পল্টন থেকে সায়েন্স ল্যাব যেতে নতুন ভাড়া ১০ টাকা, আগে ছিল সর্বনিম্ন ভাড়া ৭ টাকা।

* শাহবাগ থেকে গাবতলী যেতে এখন গুনতে হবে ১৭ টাকা, আগে ছিল ১৪ টাকা।

* টেকনিক্যাল থেকে সাভার যাওয়া-আসা করতে লাগবে ২৯ টাকা, আগে ছিল ২৬ টাকা।

* মহাখালী থেকে শ্যামলী রুটে ভাড়া দাঁড়িয়েছে জনপ্রতি ১৪ টাকা, আগে যা ছিল ১০ টাকা। 

* যাত্রাবাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত যেতে আগেও ছিল সর্বনিম্ন ৭ টাকা, এখন সর্বনিম্ন ভাড়া ১০ টাকা।

* মগবাজার থেকে বনানী যেতে এখন গুনতে হবে জনপ্রতি ১৫ টাকা, আগে ছিল ১২ টাকা।

* মোহাম্মদপুর থেকে উত্তরা যেতে ৩০ টাকার ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৪২ টাকা।

* কাকরাইল থেকে বঙ্গবন্ধু এভিনিউ যেতে ভাড়া গুনতে হবে ১০ টাকা, আগে ছিল সর্বনিম্ন ৭ টাকা।

* বাবুবাজার সেতু থেকে আব্দুল্লাহপুর যেতে গুনতে হচ্ছে ৫৪ টাকা, আগে ছিল ৪৪ টাকা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর