রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৬ ১৪৩১ |   ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ বিএনপির 

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২ ১৫ ০৩ ০২  

টিকে-থাকাই-এখন-বড়-চ্যালেঞ্জ-বিএনপির 

টিকে-থাকাই-এখন-বড়-চ্যালেঞ্জ-বিএনপির 

রাজনৈতিক দল হিসেবে বর্তমানে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিএনপির। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর নানা নাটকীয়তায় জন্ম নিয়েছিল এই রাজনৈতিক দলটি। কিন্তু গত প্রায় ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে থাকার পর এখন বিএনপি যেমন অস্তিত্বের সংকট নিয়ে ধুঁকছে, তেমনি রয়েছে আদর্শের সংকটও।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতৃত্বের সংকটের কারণে আজ বিএনপির যে হতশ্রী অবস্থা, তাতে এই দলের টিকে থাকাই এখন একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজনৈতিক দল হিসেবে বিএনপির আত্মপ্রকাশের উদ্দেশ্যই ছিলো আওয়ামী লীগের বিরোধিতা করা। মূলত বাংলাদেশের রাজনীতি দুটি ভাগে বিভক্ত। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী। এই আওয়ামী লীগ বিরোধীদের জোটবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। আর এ কারণেই জামায়াত, জাসদসহ সবাইকে এক ঘাটে জল খাইয়েছিলেন জিয়াউর রহমান। তবে তার মৃত্যুর পরই বিএনপি ধুঁকতে শুরু করে। 

জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। বিএনপিকে নতুন করে পুনর্গঠন করতে প্রয়াস চালান। কিন্তু খালেদা জিয়ার নানা রকম ভুল সিদ্ধান্ত এবং বিএনপির রাজনীতির নানা রকম ঘাত-প্রতিঘাতে দলটি এখন অস্তিত্বের সংকটে ভুগছে। 

আওয়ামী লীগ বিরোধিতা করে বাংলাদেশের রাজনীতিতে একটি দল টিকে থাকতে পারতো, তার জনপ্রিয়তাও থাকতো। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধীদের সংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশের কাছাকাছি। কিন্তু বিএনপি না পারছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে, না পারছে একটি সত্যিকার বিরোধী দল হিসেবে নিজেদেরকে তৈরি করতে। কেন এই অবস্থা? 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জন্মের পর থেকে বিএনপির নানা রকম পাপের কারণে আজ কক্ষচ্যুত ও অস্তিত্বের সংকটে ভুগছে। এই দলটি ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে। 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর