সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সরকারি তিতুমীর কলেজ

ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন নোবেল ইসলাম সূর্য

প্রকাশিত: ১ নভেম্বর ২০২২ ১১ ১১ ১৬  

 দীর্ঘ ৫ বছরের অপেক্ষা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের ৩৭৭ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ঘোষিত কমিটিতে যুগ্ম-সাধারন সম্পাদক পদ পেয়েছেন  চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান নোবেল ইসলাম সূর্য ।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নোবেল ইসলাম সূর্য সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের  শিক্ষার্থী। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কুতুবপুর  ইউনিউনের দশমী গ্রামে। তিনি প্রথম বর্ষ থেকেই তিতুমীর কলেজ ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।


তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের  সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নোবেল ইসলাম সূর্য জানান, দ্বিতীয় বারের মতো তিতুমীর কলেজের ছাত্রদলের কমিটিতে পদ পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই কমিটিতে নিরলস কাজ করে যেতে চাই। এবং নিরপেক্ষ সরকারের অধীনের নির্বানের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্র পূর্ণ উদ্ধার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতে কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।


উল্লেখ্য, তিতুমীর কলেজের কমেটি পূর্ণাঙ্গ কমিটি  করায়  কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Provaati
    দৈনিক প্রভাতী