রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চোখে আঙ্গুল দিয়ে দেখাল এমসি কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯ ০২ ০২ ২৫  

প্রাকৃতিক ছায়াঘেরা সবুজ ক্যাম্পাস মুরারীচাঁদ (এমসি) কলেজ। শতাধিক বছরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান সর্বমহলে সমাদৃত। এমন সুন্দর অমলিন বিদ্যাপীঠে লেখাপড়ার সৌভাগ্য হয়তো অনেকের হয় না। আবার, অনেকে ঘুরতে আসেন দৃষ্টিনন্দন এই ক্যাম্পাসে। উপভোগ করেন মায়াচ্ছন্ন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য।

অথচ, যারাই এই ক্যাম্পাসের সুন্দর প্রকৃতি উপভোগ করেন, ছবি তুলেন, রূপের প্রশংসা করেন তারাই আবার অপরিচ্ছন্ন করে তুলেন ক্যাম্পাসটি; হয়তো বেখেয়ালে, কিংবা বদভ্যাসে।

এই অপরিচ্ছন্নতার বিরুদ্ধে এবার আঙ্গুল তুলেছে এমসি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। সম্প্রতি এমসি কলেজের নির্মিত পুকুরঘাট অপরিচ্ছন্নতার বিরুদ্ধে অভিযান চালায় এই বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার “Clean campus, Green campus” এই স্লোগানে একদল শিক্ষার্থী তাদের শিক্ষককে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও এই অভিযানে অংশ নেয়।

এ সময় পুকুরঘাট থেকে বিপুল পরিমাণ বাদামের ছোলা, কাগজসহ বিভিন্ন ধরণের আবর্জনা উদ্ধার করে এবং পানি দিয়ে পুকুরঘাটটি আবার ধুয়ে পরিষ্কার করে। পরবর্তীতে শিক্ষার্থীরা পুকুরঘাটসহ এমসি কলেজ ক্যাম্পাস অপরিচ্ছন্ন না করতে প্ল্যাকার্ড-পোস্টার ও ফেস্টুন টানিয়ে দেয়।

এমসি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাশেদ আহমদ বলেন, মুরারিচাঁদ কলেজ অত্যন্ত সুন্দর একটি ক্যাম্পাস। সম্প্রতি দৃষ্টিনন্দন পুকুরঘাট নির্মাণ হওয়ায় এর সৌন্দর্য্য আরো কয়েকগুণ বেড়ে গেছে। কিন্তু আগত দর্শনার্থী কিংবা এই কলেজের শিক্ষার্থীরাই সেখানে ময়লা-আবর্জনা ফেলে সুন্দর এই জায়গাকে ডাস্টবিনের মতো করে ফেলেছে। সম্প্রতি বিষয়টি আমাদের নজরে এলে পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করি। সকলের দৃষ্টি আকর্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা বৃহস্পতিবার (১৪ মার্চ) সচেতনতা কর্মসূচি পালন করেছি।

Provaati
    দৈনিক প্রভাতী