বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ |  কার্তিক ৩০ ১৪৩১ |   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৮ নভেম্বর

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪ ২২ ১০ ০৩  

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় এবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। লন্ডনে যাওয়ার এই সফরে খালেদা জিয়ার সঙ্গে তার মেডিকেল বোর্ডের সাতজন অভিজ্ঞ চিকিৎসকও থাকবেন, যারা তার চিকিৎসার প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

 

জানা গেছে, লন্ডন যাওয়ার পর খালেদা জিয়াকে তৃতীয় একটি দেশে একটি বহুমাত্রিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। অধ্যাপক জাহিদ বলেন, “খালেদা জিয়ার চিকিৎসা দীর্ঘস্থায়ী ও জটিল ধরনের। তার লিভার সিরোসিসের কারণে লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন হতে পারে, এবং এ ধরনের ট্রান্সপ্লান্টের জন্য যুক্তরাষ্ট্রে বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রের সাথেও যোগাযোগ করা হচ্ছে।” তিনি আরো জানান, এমন একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে যাতে সব ধরনের জরুরি চিকিৎসা সেবা রয়েছে, কারণ দীর্ঘ ১৪ ঘণ্টার বিমান ভ্রমণে বিশেষ যত্নের প্রয়োজন হবে।

 

তার বিদেশ গমনের প্রয়োজনীয় পাসপোর্ট এবং ভিসার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। প্রথমে লন্ডনে পৌঁছানোর পর সেখানে স্টেওভারের জন্য কিছুটা সময় ব্যয় করা হবে এবং পরবর্তীতে বিশেষায়িত সেন্টারে স্থানান্তর করা হবে।

 

খালেদা জিয়া বর্তমানে গুলশানের বাসায় আছেন এবং তার স্থিতিশীল অবস্থায় তাকে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়েছে। ঢাকা এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে তার চিকিৎসা চলে আসছে, এবং সেখান থেকে অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার পরই তাকে বিদেশে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়েও যোগাযোগ করা হয়েছে, এবং ১৫ জনের একটি দল তার সঙ্গে এই সফরে থাকবেন।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর