শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১ ১৪৩১ |   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পেলে সংলাপে যেতে চায় বিএনপি

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১৮ ০৬ ০১  

ক্ষমতায়-যাওয়ার-নিশ্চয়তা-পেলে-সংলাপে-যেতে-চায়-বিএনপি

ক্ষমতায়-যাওয়ার-নিশ্চয়তা-পেলে-সংলাপে-যেতে-চায়-বিএনপি

রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পাওয়ার শর্তে সংলাপে যেতে রাজি আছে বিএনপি। শর্তটিকে অগ্রহণযোগ্য ও অগণতান্ত্রিক হিসেবে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জানা গেছে, এক যুগের বেশি সময় ধরে জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে বিএনপি। দলটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন ডেকে মুখস্ত বুলি আওড়ান। কিন্তু জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। 

বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, নির্বাচনে জয়ের নিশ্চয়তা দিয়ে রাষ্ট্র ক্ষমতার গদিতে বসিয়ে না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আপত্তি রয়েছে দলটির নেতাকর্মীদের। জয়ের নিশ্চয়তা না পেলে কোনো নির্বাচনই তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।

সূত্র বলছে, বিএনপি-জামায়াতের সহিংস কর্মকাণ্ডের বিষয়টি কানাডার ফেডারেল আদালতের একটি মামলার রায়ে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে- এটি প্রমাণিত যে, বিএনপি একটি সন্ত্রাসী দল। শুধু তাই নয়, বিবিসি, এএফপি, কমনওয়েলথ স্টাডিজ ইনস্টিটিউট, ফরেন পলিসি ম্যাগাজিন, ইকোনমিস্ট সাউথ এশিয়ান টেরোরিজম পোর্টাল এবং হিউম্যান রাইটস ওয়াচে বলা হয়েছে- বিএনপির হরতাল, অগ্নিসংযোগে মানুষের মৃত্যু ঘটানো, গ্রামগুলোতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, ভোটকেন্দ্রে হামলা, পথ শিশুদের দিয়ে বিস্ফোরক তৈরি এবং পেট্রলবোমা ছোড়ার মতো কাজ করায় দলটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূলত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে এবং দেশকে অস্থিতিশীল করে পেছনের পথে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে দলটির শীর্ষ নেতৃত্ব। এজন্য বিদেশের লবিস্ট ফার্মগুলোতে কোটি কোটি টাকা ব্যয় করছে বিএনপি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির মতো একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জনগণ কেন থাকবে? উন্নয়নের রোল মডেল বাংলাদেশ রাষ্ট্রের জন্য বিএনপি কি আদৌ অপরিহার্য? তাদের শাসনামল কি দেখেনি জনগণ?

ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তার শর্তে বিএনপির সংলাপে যাওয়ার ব্যাপারে তারা বলেন, জনগণের মন জয় না করে চোরাই পথে ক্ষমতায় যেতে চায় বিএনপি। সংলাপে যাওয়ার শর্তটি হচ্ছে একটি অগ্রহণযোগ্য চিন্তা, যা অগণতান্ত্রিকও বটে।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর