সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্দোলনের প্রস্তুতি সভায় বহিষ্কৃতদের নিয়ে বিভক্ত বিএনপি

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০২  

আন্দোলনের-প্রস্তুতি-সভায়-বহিষ্কৃতদের-নিয়ে-বিভক্ত-বিএনপি

আন্দোলনের-প্রস্তুতি-সভায়-বহিষ্কৃতদের-নিয়ে-বিভক্ত-বিএনপি

আন্দোলনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় বিভক্ত হয়ে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। সভায় আবারো উঠে এসেছে দলের অভ্যন্তরীণ মতভেদের চিত্র।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির হাইকমান্ড থেকে বৃহত্তর আন্দোলনের করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এতে কেন্দ্রীয় নেতারা বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন-সংগ্রাম বেগবানের নির্দেশনা দেন। এছাড়া বহিষ্কারসহ বিভিন্ন কারণে যারা এতদিন দল থেকে দূরে ছিলেন, তাদেরও দলে ফিরিয়ে এনে আন্দোলনে যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। তবে বহিষ্কৃত ও দল ছেড়ে যারা চলে গেছেন, তাদের ফেরানোর ব্যাপারে আপত্তি জানান তৃণমূলের নেতারা। 

তারা বলেন, বৃহত্তর আন্দোলনের জন্য ঐক্য দরকার। কিন্তু যারা দলের ক্ষতি করে গেছেন, তারা ফিরলে ত্যাগী নেতাকর্মীরা অস্বস্তিতে পড়বেন। তাদের জন্য ত্যাগীরা দলে জায়গা না পেলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।

এদিকে আন্দোলন দীর্ঘমেয়াদি না করার ব্যাপারেও বিএনপির হাইকমান্ডকে পরামর্শ দিয়েছেন তৃণমূলের জ্যেষ্ঠ নেতারা। তারা বলেছেন, বিভাগীয় গণসমাবেশ শেষ করে এক থেকে দেড়মাস মেয়াদি চূড়ান্ত আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে। তাহলে আন্দোলনে গতি আসবে। নেতাকর্মীরাও সক্রিয়ভাবে কর্মসূচি বাস্তবায়নে মাঠে থাকবেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর