মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৮ ১৪৩১ |   ২০ রবিউল আউয়াল ১৪৪৬

অসাম্প্রদায়িক চেতনা সুসংহত করাই মুজিবনগর দিবসের অঙ্গীকার: ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২ ১৩ ০১ ০২  

অসাম্প্রদায়িক-চেতনা-সুসংহত-করাই-মুজিবনগর-দিবসের-অঙ্গীকার-ওবায়দুল-কাদের

অসাম্প্রদায়িক-চেতনা-সুসংহত-করাই-মুজিবনগর-দিবসের-অঙ্গীকার-ওবায়দুল-কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অসাম্প্রদায়িক চেতনাকে আরো শক্তিশালী করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে সুসংহত করাই ঐতিহাসিক মুজিবনগর দিবসের অঙ্গীকার।

রোববার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী পরিষদের সদস্যরা।

১৭ এপ্রিলসহ বিভিন্ন দিবস যারা পালন করে না তারা সত্যিকারের বীর মুক্তিযোদ্ধা নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এরা হচ্ছে ছদ্মবেশী বর্ণচোরা মুক্তিযোদ্ধা। এরা শুধু বর্ণচোরা মুক্তিযোদ্ধা হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, বিভিন্ন বিতর্কিত কাজ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়। কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু থেকে শুরু করে তার কন্যা শেখ হাসিনা সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের বীর মুক্তিযোদ্ধাদর জন্য কাজ করে যাচ্ছেন। এদেশে আওয়ামী লীগ ছাড়া কেউ মানুষের পাশে দাড়ায়নি এবং এদেশের মানুষের কথা ভাবেনি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর