মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন

প্রকাশিত : ০৬:০০ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার

সৌদিতে-অবৈধভাবে-বসবাসরত-বাংলাদেশিরা-দেশে-ফিরতে-পারবেন

সৌদিতে-অবৈধভাবে-বসবাসরত-বাংলাদেশিরা-দেশে-ফিরতে-পারবেন

সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন। ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দ্রুত দূতাবাসে আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে যারা এরই মধ্যে অবৈধ হয়ে গিয়েছেন, তাদেরকে সৌদি সরকার স্পেশাল এক্সিট প্রোগ্রামের (এসইপি) আওতায় নিজ দেশে ফেরার সুযোগ করে দিয়েছে। সৌদি লেবার অফিসের সহযোগিতায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দার বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল তাদের সুষ্ঠুভাবে দেশে প্রত্যাবাসনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। তবে সৌদি কর্তৃপক্ষ যে কোন সময় এই সুবিধা বন্ধ করে দিতে পারে।

সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের যতো দ্রুত সম্ভব বাংলাদেশ দূতাবাস/বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল বরাবর আবেদন করার জন্য অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।