কাল থেকেই টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে
প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
কাল-থেকেই-টেকনাফ-সেন্টমার্টিন-রুটে-জাহাজ-চলবে
বৃহস্পতিবার সন্ধ্যা এ তথ্য নিশ্চিত করেছেন কেয়ারি সিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম।
তিনি বলেন, জেলা প্রশাসনের ছাড়পত্র পেয়েছি। শুক্রবার থেকেই আমরা টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটক পরিবহন শুরু করবো। এখন থেকেই টিকেট বিক্রি শুরু করেছি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক নয়ন শীল বলেন, চলতি মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য দুটি জাহাজ অনুমতি চেয়েছে। এর মধ্যে কেয়ারি সিন্দাবাদ জাহাজকে ১ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর এবং এমভি ফারহান জাহাজকে ৪ নভেম্বর থেকে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলাচলের অনুমতি দেয়া হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ বলেন, জাহাজ চলাচল শুরুর খবরে দ্বীপের সব শ্রেণিপেশার মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে। এরই মধ্যে ব্যবসায়ীরা রিসোর্ট, হোটেল সাজানো শুরু করেছেন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৮ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে কক্সবাজার জেলা প্রশাসন।