তিনদিন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না পঞ্চগড় থেকে
প্রকাশিত : ১০:৫৫ পিএম, ১ নভেম্বর ২০২০ রোববার
তিনদিন-কাঞ্চনজঙ্ঘা-দেখা-যাবে-না-পঞ্চগড়-থেকে
তবে হুট করেই দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আগামী তিনদিন পঞ্চগড় থেকে দেখা যাবে না কাঞ্চনজঙ্ঘা। আকাশে লঘু চাপ ও মেঘ জমে থাকার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এ কর্মকর্তা জানান, লঘু চাপের কারণে আজ সামান্যই দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা। সমুদ্রে লঘুচাপ থাকার কারণে কিছু মেঘ সৃষ্টি হওয়ায় দৃষ্টিসীমা অনেকটা কমে আসছে। লঘুচাপ দু’তিন দিনের মধ্যে কেটে গেলে কাঞ্চনজঙ্ঘা আবারো পরিষ্কার দেখা যাবে।
রোববার তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর কিনারা ঘুরে দেখা যায় ভ্রমণ-পিয়াসুদের ভিড়। অনেকেই দূর-দূরান্ত থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য ধারণ করতে উন্মুখ হয়ে আছেন। কিন্তু আকাশে মেঘ থাকায় সকাল থেকে অপেক্ষায় থাকতে থাকতে অনেককেই হতাশ হয়ে ফিরে যান। তবে বেলা ১১টার সময় পর্বতশৃঙ্গের চূড়ার কিছু অংশ হালকাভাবে চোখে পড়লেও অনেকেই ক্যামেরাবন্দি করতে পারেননি।