মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সারাদেশে ৮ শতাধিক পর্যটন স্পট চিহ্নিত

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রোববার

সারাদেশে-৮-শতাধিক-পর্যটন-স্পট-চিহ্নিত

সারাদেশে-৮-শতাধিক-পর্যটন-স্পট-চিহ্নিত

দেশের সব বিভাগে ৮ শতাধিক পর্যটন স্পট চিহ্নিত করেছে পর্যটন করপোরেশন। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, পূর্বের বৈঠকে সংসদীয় কমিটি নতুন নতুন পর্যটন স্পট চিহ্নিত করাসহ এগুলো আকর্ষণীয় করার উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়েছিল।

সংসদীয় কমিটি বলেছে, কীভাবে এসব এলাকাগুলোকে পর্যটন এলাকা হিসেবে তালিকাভুক্ত করা যায় তা দেখতে হবে। এসব স্থানকে কীভাবে পর্যটনের জন্য আকর্ষণীয় করা যায়, এ জন্য কী কী উদ্যোগ নেয়া প্রয়োজন তা নিতে হবে। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আশেক উল্লাহ, আনোয়ার হোসেন খান ও সৈয়দা রুবিনা আক্তার এ বৈঠকে অংশ নেন।

এছাড়াও বৈঠকে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন, ২০১৩’ নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে আগামী বৈঠকে আরো আলোচনা হবে বলেও জানা গেছে।