রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

৫০০ বাসের রেকর্ড!

প্রকাশিত : ০২:৫৭ এএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

৫০০-বাসের-রেকর্ড

৫০০-বাসের-রেকর্ড

সমুদ্র মন্থনের পৌরাণিক গল্প অনুযায়ী অমরত্বের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই হয়। সমুদ্র মন্থনের সময় উঠে আসা অমৃতকে একটি কুম্ভ বা মাটির তৈরি পাত্রে নেওয়া হয়। অসুররা যাতে অমৃত ছিনিয়ে নিতে না পারে তাই দেবতারা সেই পাত্র নিয়ে চলে যাওয়ার সময় অমৃত পূর্ণ সেই পাত্র থেকে অমৃতের চারটি ফোঁটা নাসিক, উজ্জ্বয়িনী, হরিদ্বার ও প্রয়াগরাজে পড়ে বলে বিশ্বাস করা হয়। সেখানেই কুম্ভ মেলা আয়োজিত হয়। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত এই কুম্ভমেলায় লাখো মানুষের সমাগম ঘটে। তাদের যাতায়াতের জন্য ইউপিএসআরটিসি বাসগুলো সরবরাহ করে। বিপুলসংখ্যক যানবাহনের সমাগমে নতুন এক রেকর্ড হয়েছে এবছর। ৩ দশমিক ২ কিলোমিটার এলাকাজুড়ে ৫০০ বাসের দীর্ঘ সারি গিনেস বুকে স্থান করে নিয়েছে। আগেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ কুম্ভমেলায় বাসের সারি পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষক পাঠিয়েছিল। পুরো বিষয় পর্যবেক্ষণের পর ৩ দশমিক ২ কিলোমিটার এলাকাজুড়ে ৫০০ বাসের প্যারেড বিশ্বরেকর্ড গড়েছে বলে জানা গেছে। এর আগে আমিরাতের ৩৯তম জাতীয় দিবসে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ হাইওয়েতে ৫ দশমিক ৮ কিলোমিটারজুড়ে থাকা ৩৯০টি বাস বিশ্বরেকর্ড হিসেবে গিনেস বুকে উঠেছিল। তবে এর আগে বিশ্বের কোথাও একসঙ্গে ৫০০ বাসের সারি চোখে পড়েনি। ডেইলি বাংলাদেশ/এনকে