রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

থুথু ফেলতে বিমানের দরজা খুললেন যাত্রী, অতঃপর... 

প্রকাশিত : ০২:৫৭ এএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

থুথু-ফেলতে-বিমানের-দরজা-খুললেন-যাত্রী-অতপর 

থুথু-ফেলতে-বিমানের-দরজা-খুললেন-যাত্রী-অতপর 

বিমানে কত ধরণের ঘটনাইতো ঘটে। এইতো কিছুদিন আগে পুরো বিমান ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছেন এই যুবক। পরে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর সহায়তায় সে ছিনতাইকারী নিহত হন। যাইহোক এটা আজ আমাদের টপিক নয়, আমাদের টপিক হলো এমনই এক ভিন্ন লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন বাংলাদেশি বিমানের আরেক যাত্রী। ‘থুতু’ ফেলতে গিয়ে বিমানের ইমারজেন্সি গেটের লক খুলে ফেললেন তিনি।  বৃহস্পতিবার ওমানগামী রিজেন্ট এয়ারের ৭৩৭ বিমানে এ ঘটনা ঘটে। এরপর তাৎক্ষণিক যাত্রীদের তৎপরতায় নিরাপত্তা কর্মীরা গেটটি বন্ধ করে দেন। আর রোববার (১৭ মার্চ) দুপুরে কেবিন ক্রু বিমান নামে একটি ইউটিউব চ্যানেলে ১ মিনিট ৪ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশ পায়। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। বিমানের এক নিরাপত্তারক্ষীর জিজ্ঞাসাবাদে সেই ব্যক্তি জানায়, এটাই তার বিমানে প্রথম যাত্রা। তার ধারণা ছিলনা যে সেটা ইমারজেন্সি গেট। থুথু ফেলার জন্যে জানালা ভেবে সেটি খোলার চেষ্টা করেছিলেন তিনি। পরে মৌখিকভাবে কিছু জিজ্ঞাসাবাদ শেষে ও সহযাত্রীদের অনুরোধে তাকে ক্ষমা করে দেয়া হয়, যদিও তার পাসপোর্ট ও বর্ডিংকার্ড মাস্কাট পর্যন্ত কেবিন ক্রুদের হেফাজতে রাখা হয়েছিল। ওই ভিডিওতে আরো দেখা যায়, সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মী ওই যাত্রীকে বলছেন, আপনি কোনোদিকে মুভ করবেন না। আপনি যদি মাস্কাট যেতে চান তাহলে আপনার পাসপোর্টসহ সব কাগজ আমাদের কাছে জমা দিয়ে এখানে বসে থাকবেন। মাস্কাট পৌঁছানোর পর আমাদের কাছ থেকে আপনার কাগজপত্র বুঝে নিবেন। এর আগেও চলতি বছরের ৪ জানুয়ারি লন্ডন থেকে ঢাকায় আসার পথে বিমানের একটি ফ্লাইটে এক মদ্যপ যাত্রীকে নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে তাকে বিমানে আটকে রেখে সিলেটে অবতরণের পর পুলিশে দেয়া হয়। তবে এরপর থেকে যাত্রীদের নিরাপত্তা এবং বড় ধরনের ক্ষতি এড়াতে নতুন প্লাস্টিকের তৈরি বিশেষ হাতকড়া পরানোর কথা ভাবা হচ্ছে। প্রসঙ্গত, প্রথমে বলেছি গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পলাশ আহমেদ নামে এক দুর্বৃত্ত বিমান ছিনতাইয়ের চেষ্টা করে। পরে যৌথ বাহিনীর (সেনাবাহিনী) অভিযানে সে নিহত হয়। পলাশ বিমানবন্দরের নিরাপত্তা বলয় ভেদ করে একটি খেলনা পিস্তল নিয়ে বিমানে উঠতে সক্ষম হয়। পরে সে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চান বলে পাইলট ও কেবিন ক্রুদের জানান। ভিডিও দেখতে >>> এখানে <<< ক্লিক করুন  ডেইলি বাংলাদেশ/টিআরএইচ