রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শহরজুড়ে বিজ্ঞাপন দিয়ে ‘ব্রেক-আপ’!

প্রকাশিত : ০২:৫৭ এএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

শহরজুড়ে-বিজ্ঞাপন-দিয়ে-ব্রেক-আপ

শহরজুড়ে-বিজ্ঞাপন-দিয়ে-ব্রেক-আপ

সম্পর্কে জড়ানো আর বিচ্ছেদ। এগুলো স্বাভাবিক ঘটনা। যে কোন মানুষের সঙ্গেই এমনটি ঘটতে পারে। অবশ্য ব্রেক-আপ সামলানো সহজ বিষয় নয়। এজন্য শহরজুড়ে পোস্টার লাগাতে হবে, ব্যাপারটি সে রকমও নয়। তারপরও এমনটিই করেছে ইন্দোনেশিয়ার এক যুবক। তার বক্তব্য, গার্লফ্রেন্ড নাকি তার সঙ্গে প্রতারণা করছিলেন। এই ব্যক্তির ব্রেক-আপ পদ্ধতিটি সত্যিই অভিনব। শহরজুড়ে বান্ধবীর পোস্টার সাঁটিয়েছেন তিনি। পোস্টার না বলে বিজ্ঞাপন বলাই ভালো। কারণ অন্যান্য বিজ্ঞাপনের পাশে এবং সেগুলোর মতোই শহরের রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছে মেয়েটির ছবি। নিচে লেখা, ‘তুমি আমার হৃদয় ভেঙেছ। আমার সঙ্গে প্রতারণা করেছ। আমি তোমার সঙ্গে ব্রেক-আপ করতে চাই।’ এদিকে, ছবিগুলো এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়া একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, ব্যস্ত সড়কে ঝগড়া করছেন ওই যুবক ও তার বন্ধবী। এক ব্যক্তি তাদের সমস্যা সমাধান করতে আসেন। কিন্তু তার কথা পাত্তায় পায়নি। কেউ কেউ বলেছেন, এমন সম্পর্ক থাকার থেকে না থাকাই ভালো। যেখানে একে অপরের প্রতি কোনো সম্মান নেই, তা আবার সম্পর্ক কীসের? কেউ এমন মন্তব্য না করে স্রেফ মজা নিচ্ছেন। কেউ আবার বিষয়টিকে নিছক ‘পাবলিসিটি স্টান্ট’ বলে এড়িয়ে গিয়েছেন। ভিডিও দেখতে >>> এখানে <<< ক্লিক করুন ডেইলি বাংলাদেশ/এমবি