যে পত্রিকায় অন্যরকম খবর ছাপে!
প্রকাশিত : ০২:৫৭ এএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
যে-পত্রিকায়-অন্যরকম-খবর-ছাপে
পত্রিকা বা সোশ্যাল মিডিয়ার খবরে শুধু ভয়াবহ তথ্যই থাকে! তবে অন্য কিছু যে থাকে না, তা কিন্তু একদমই সত্য নয়। থাকে। তবে আমরা অনেকেই মনে করি, সেখানে শুধু ভীতিকর খবরই থকে। আর পত্র-পত্রিকা আর বিভিন্ন মাধ্যমে যুদ্ধ, সহিংসতা, দুর্ঘটনার খবর দেখতে দেখতে যুক্তরাজ্যের এমিলি কক্সহেড নামে এক নাগরিক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরেছিলেন। আর এ থেকেই তার মাথায় নতুন একটি পত্রিকা চালুর চিন্তা আসে। যেখানে কোনো দুঃখ, আঁতকে উঠার মতো কোনো খবর থাকবে না, থাকবে শুধু ভালো এবং ইতিবাচক খবর। সেই চিন্তা থেকেই ২০১৫ সালে কক্সহেড ‘দ্য হ্যাপি নিউজ’ নামের একটি পত্রিকার জন্য তহবিল সংগ্রহ শুরু করেন। তিনি বলেন, ৩২ পৃষ্ঠার সম্পূর্ণ রঙিন পত্রিকাটি। এর পুরোটা জুড়েই শুধু ইতিবাচক খবর থাকে। কক্সহেড বলেন, খবরের কাগজ সাধারণত ম্যাড়ম্যাড়ে হয় এবং ততটা রঙিনও হয় না। এই পত্রিকাটি ঠিক এর বিপরীত। এই পত্রিকাটি প্রতি তিন মাসে একবার বের হয়। কক্সহেড ২০১৫ সালে তার পরিকল্পনা অনুযায়ী হ্যাপি নিউজের মূল পাতাটি কেমন হবে তার নকশা তৈরি করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন এবং লেখেন, কল্পনা করুন এমন একটি পত্রিকা যদি বাস্তবে থাকতো। আর সেই পোস্ট দেখে বেশ কয়েকজন তাকে উৎসাহ দেন পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন থেকেই তিনি এই পত্রিকার কাজ শুরু করার সিদ্ধান্ত নেন। তার এই পত্রিকা মানুষের হাতে হাতে ছড়িয়ে পরার মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছে। কক্সহেড জানান, আমি ও পত্রিকার পাঠকরা এটি হাতে হাতে ছড়িয়ে দেই। প্রতিবেশি বা বন্ধুর কাছে দেয়া, ট্রেন বা বাসে রেখে আসার মাধ্যমেই এটি নানা শ্রেণির মানুষের কাছে পৌঁছে যায়। ডেইলি বাংলাদেশ/জেডআর