প্রকাশিত হলো ‘মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ’ অ্যালবাম
দৈনিক প্রভাতী
প্রকাশিত : ০৩:১৮ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চের প্রথমদিনে প্রকাশিত হলো সিলেট বিভাগের বিভিন্ন প্রান্তে নির্মিত স্মৃতিসৌধ সমূহের নির্মাণ কাহিনী, অবস্থান ও গণহত্যার সংক্ষিপ্ত বিবরণসহ সচিত্র উপস্থাপনা ‘মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ’। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় নগরের একটি হোটেলে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। -
মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ
আলোচক ছিলেন লেখক নাট্যকার মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর, কবি শুভেন্দু ইমাম, শিক্ষাবিদ আবুল ফতেহ ফাত্তাহ, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক হাসান মোরশেদ, জগন্নাথপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা প্রমুখ।
আমিরুল হক বাবলুর এই বই প্রসঙ্গে আলোচকরা বলেন, নতুন প্রজন্ম যতো বেশি ইতিহাস অনুসন্ধিৎসু হবে আমাদের গৌরব, ঐতিহ্যের ভাণ্ডার ততো বেশি সমৃদ্ধ হবে। মুক্তিযুদ্ধের স্মৃৃৃৃতিসৌধ বইটি প্রজন্ম থেকে প্রজন্ম বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলীল হয়ে থাকবে। পরবর্তী প্রজন্ম এ থেকে অনেক কিছু জানতে পারবে। এ গবেষণা কর্ম সম্পাদনের জন্য লেখক ধন্যবাদ পাওয়ার যোগ্য দাবিদার।