রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নোকিয়ার নতুন স্মার্টফোনের মরক উন্মচন কিনতে চাইলে

নিজস্ব প্রতিবেদক

দৈনিক প্রভাতী

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ১৩ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

বাংলাদেশের বাজারে নোকিয়ার নতুন দুইটি স্মার্টফোন নিয়ে এলো এইচএমডি গ্লোবাল বাংলাদেশ। নতুন মডেলের স্মার্টফোন দু'টি হচ্ছে নোকিয়া ৫.১ প্লাস এবং নোকিয়া ৩.১ প্লাস।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে স্মার্টফোন দু'টির উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবাল প্যান এশিয়ার জেনারেল ম্যানেজার সন্দীপ গুপ্ত, নকিয়া বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশীদ এবং মার্কেটিং লিড ইফফাত জহুর।

অনুষ্ঠানে সন্দীপ গুপ্ত বলেন, নোকিয়ার গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে বাংলাদেশ নোকিয়া ৫.১ প্লাস এবং নোকিয়া ৩.১ প্লাস অবমুক্ত করা হলো। এর মধ্যে নোকিয়া ৫.১ প্লাস ফ্লাগশিপ ফোন। ৩.১ প্লাস মিডরেঞ্জের ফোন।

অনুষ্ঠানে জানানো হয়, নোকিয়া ৫.১ প্লাসে আছে ৫.৮ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৬০ চিপসেট, ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি রম এবং ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ছবির জন্য আছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনের মূল্য ২১ হাজার ৯৯০ টাকা।

নোকিয়া ৩.১ প্লাসে রয়েছে ৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি২২ চিপসেট। দুটি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে আছে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। অন্যটি ৩ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রমে পাওয়া যাবে।

ছবির জন্য নোকিয়া ৩.১ প্লাসে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। রয়েছে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

অ্যানড্রয়েড অরিও অপারেটিং সিস্টেমের স্মার্টফোন দু'টিতে ১ বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।

এএ