দুর্নীতির তদন্তে সিলেট বিআরটিতে দুদক দল
দৈনিক প্রভাতী
প্রকাশিত : ১০:২৫ এএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট অফিসে দুর্নীতির তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার বেলা ২টা থেকে ঘণ্টাব্যাপী তদন্ত চালান দুদক কর্মকর্তারা।
সূত্র জানায়, ঘুষ ছাড়া বিআরটিএ সিলেট অফিসে যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সার্টিফিকেট দেয়া হয় না- এমন অভিযোগ পায় দুদক। সিলেটের গোলাপগঞ্জের এক সিএনজি অটোরিকশার মালিক দুদকের হেল্পলাইনে এমন অভিযোগ করেন। এছাড়াও আরও কয়েকটি অভিযোগ জমা ছিল দুদক কার্যালয়ে।
এসব অভিযোগ তদন্তে রবিবার দুদকের উপ পরিচালক আশরাফ হোসেন, সহকারী পরিচালক আনোয়ার হোসেন ও ইসমাইল হোসেনসহ চার সদস্যের একটি দল আসে সিলেট বিআরটিএ অফিসে। দুদক কর্মকর্তারা বিআরটিএ অফিসে আসার পর দালালরা দৌঁড়ে পালিয়ে যায়। এসময় রেজিস্ট্রেশন করতে আসা অনেক যানবাহনের মালিক দুদক দলের কাছে বিআরটিএ’র অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেন। এসব অভিযোগ তদন্ত করে দেখার আশ্বাস দেন দুদক কর্মকর্তারা। তবে তদন্তে কোনো অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলেছে কি-না এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি দুদক কর্মকর্তারা।