চ্যালেঞ্জে খুশি নতুন তথ্যমন্ত্রী
দৈনিক প্রভাতী
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
তথ্যমন্ত্রী ডক্টর মোহাম্মদ হাছান মাহমুদ বলেছেন, তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। রাষ্ট্রের চতুর্থ অঙ্গ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের সকল চিত্র দেখায় গণমাধ্যম। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। ‘স্কুল জীবন থেকে সব সময় আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আজও করব। সাংবাদিকদের অনেকগুলো সমস্যা আছে। কিছু জানি, আবার কিছু জানার চেষ্টা করব।’ সচিবালয়ে প্রথম দিন অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনাদের সঙ্গে কাজ করতে প্রধানমন্ত্রী আমাকে সুযোগ করে দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি অনেক দিন ধরেই গণমাধ্যমের সঙ্গে আছি। রাষ্ট্রীয়ভাবে আমাকে এখন এ দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে ‘গ্রাম হবে শহর’। প্রধানমন্ত্রী শুধু অঙ্গীকার করেন না তা বাস্তবায়ন করেন। আমাদের নেত্রী জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ হবে ডিজিটাল। আজ সেই স্বপ্ন তিনি অনেক আগেই বাস্তবায়ন করেছেন। বাংলাদেশ এখন ছেঁড়া কাপড়ে পরা মানুষ দেখা যায় না। খালি পায়ে মেঠোপথে মানুষ চলতে দেখা যায় না। যেই দেশে মানুষের ঘনত্ব অনেক বেশি। যেই দেশে খাদ্য ঘাটতি ছিল। সেই দেশে এখন খাদ্য উদ্বৃত্ত থাকছে।
শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। উন্নত দেশ হতে চলেছে। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন, তা অবশ্যই ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে গণমাধ্যমে ভূমিকা গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের কারণে একটি ছোট ঘটনা অনেক তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিতে পারে। আমাদের স্বপ্নের মানুষ তৈরি প্রয়োজন। একসাথে মেধা, মনন ও দেশ প্রেমের সমন্বয় ছাড়া দেশ এগিয়ে যাওয়া সম্ভব নয়। চ্যালেঞ্জ কী থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে আজ এত বেশি গণমাধ্যমের বিকাশ হয়েছে। অনলাইন মিডিয়ার ব্যাপক ব্যাপ্তি তার মাধ্যমেই হয়েছে। তাই চ্যালেঞ্জ মোকাবিলা করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে গেছে। যেখানে চ্যালেঞ্জ নেই সেখানে কাজের মধ্যে মজাও নেই। অনেকগুলো ভুঁইফোড় অনলাইন গণমাধ্যম তৈরি হয়েছে, সেগুলো আমরা সমন্বিত প্রচেষ্টায় দেখব। তারা যাতে অহেতুক গুজব ছড়াতে না পারে।