বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পঞ্চগড় থেকে আরো বেশি স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা

দৈনিক প্রভাতী

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার

কাঞ্চনজঙ্ঘা, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, দূর থেকে দেখলে মনে হয় যেন বিশাল আকাশের পটভূমিতে রঙিন তুলির আঁচড় দেওয়া হয়েছে। কখনো এর রঙে মিশে থাকে শুভ্র সাদা, আবার কখনো তা হয়ে ওঠে সূর্যের কমলা আভায় আলোকিত। বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা থেকে এবছরও পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘার এই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে, আর এই দৃশ্য উপভোগ করতে বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন। অনেকেই সামাজিক মাধ্যমে কাঞ্চনজঙ্ঘার ছবি শেয়ার করছেন, যা এই পর্বতশৃঙ্গের প্রতি ভালোবাসা প্রকাশ করে।

 

এক আলোকচিত্রী, ইমরান আলী, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যা ৮ সেপ্টেম্বর পঞ্চগড় থেকে তোলা। ছবিতে শরতের কাশফুলের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অনন্য সুন্দর মিশেল অনেকের মন জয় করেছে এবং এটি ইতিমধ্যে বেশ শেয়ারও হয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতি বছর এই সময়ে কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য দেখতে পাওয়া গেলেও এবছর তা আগের চেয়ে অনেক স্পষ্ট। পঞ্চগড়ের প্রায় সব স্থান থেকেই বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গ দেখা যাচ্ছে, এমনকি কিছু জায়গা থেকে ভারতীয় শহরগুলোর স্থাপনাও পরিষ্কারভাবে চোখে পড়ে।

 

কাঞ্চনজঙ্ঘা শুধুমাত্র পঞ্চগড় থেকেই নয়, ভারতের দার্জিলিং, কালিম্পং ও ঘুম থেকেও দেখা যায়। ভারতের সিকিম ও নেপালের সীমানা জুড়ে বিস্তৃত এই পর্বতশৃঙ্গটির উচ্চতা ৮,৫৮৬ মিটার। কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য উপভোগের জন্য শরৎকাল থেকে শীতের শুরু, বিশেষ করে অক্টোবর-নভেম্বর, ভ্রমণের জন্য আদর্শ সময়।

 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত ঐতিহাসিক ডাকবাংলো এবং পিকনিক স্পট থেকে কাঞ্চনজঙ্ঘার শোভা উপভোগ করা যায়। এই স্থানটি মহালন্দা নদীর ওপরে অবস্থিত, যা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আরও মোহনীয় করে তোলে।